ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৭

ময়মনসিংহে কোতোয়ালী পুলিশের হাতে পরোয়ানাভুক্তসহ গ্রেফতার ৭

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহে কোতোয়ালী মডেল থানা পুলিশের অভিযানে বিভিন্ন অপরাধের দায়ে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। বুধবার সকাল পর্যন্ত গত ২৪ ঘন্টায় বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, আইন শৃংখলা নিয়ন্ত্রণ ও বিভিন্ন মামলায় অভিযুক্ত এবং আদালতে চলামান মামলা সমুহ দ্রুত নিষ্পত্তির লক্ষে আদালত কর্তৃক পরোয়ানাভুক্ত আসামীদের দ্রুত গ্রেফতারে নিয়মিত অভিযান চলছে। এরই অংশ হিসাবে গত ২৪ ঘন্টায় পরোয়ানাভুক্ত চারজনসহ সাতজনকে গ্রেফতার করা হয়েছে।


এর মাঝে এসআই মানিকুল ইসলাম, এএসআই হযরত আলী, এএসআই দেলোয়ার এবং এএসআই মিজানুর রহমান বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জিআর মামলায় গ্রেফতারী পরোয়ানাভুক্ত ৩জন এবং সিআর মামলায় গ্রেফতারী পরোয়ানায় আরো একজনকে গ্রেফতার করে। তারা হলো, নয়ন মিয়া, আঃ রহমান, চালক মোঃ জাহাঙ্গীর আলম ও শামীম কবির। এছাড়া এসআই তানজিল আল আসাদুজ্জামানের নেতৃত্বে আরেকটি টীম নগরীর কেওয়াটখালী বাইপাস মোড় থেকে ডাকাতির চেষ্টা মামলার সন্দিগ্ধ আসামী হেলাল উদ্দিন ও রাজনকে গ্রেফতার করে।
অপর অভিযানে এসআই উজ্জল সাহা নগরীর গাঙ্গিনারপাড় এলাকা থেকে চুরি পুরাতন মামলার সন্দিগ্ধ আসামী বিপ্লব দাসকে গ্রেফতার করে। তাদেরকে বুধবার আদালতে পাঠিয়েছে পুলিশ।