টিএমএসএস’র উদ্যোগে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন

টিএমএসএস’র উদ্যোগে বাল্যবিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন

January 12, 2022 695 Views

উত্তরাঞ্চলীয় প্রতিনিধি পাবনা থেকে আব্দুল খালেক খান।। টিএমএসএস মানবাধিকার ও জেন্ডার বিভাগের বাস্তবায়নে এবং এইচইএম সেক্টর ও কৈশোর কর্মসূচীর আয়োজনে বগুড়ার সোনাতলা উপজেলার সুখানপুকুরে সংস্থার শাখা অফিসে বাল্য বিবাহ ও যৌতুক প্রতিরোধে ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়।
জোনাল ম্যানেজার মোঃ শাহিন মাহমুদের সভাপতিত্বে উক্ত ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস এর পরামর্শক কৃষিবিদ মোঃ আসাদুর রহমান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন টিএমএসএস’র পরিচালক মোঃ আব্দুস সালাম। আরও বক্তব্য রাখেন সংস্থার এরিয়া ম্যানেজার মোঃ কামরুল ইসলাম, পিও সুয়াইবা আক্তার প্রমূখ।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী কিশোর-কিশোরী ও অভিভাবকদের উদ্দেশ্য বক্তারা বলেন, এই বয়সে ভুল পথে গিয়ে বিপথগামী হওয়া থেকে অভিভাবকসহ সকলকে সচেতন থাকতে হবে। সন্তানদেরকে সঠিক দিক নির্দেশনা দিতে হবে। বাল্য বিবাহ এবং যৌতুক প্রথা দূর করতে সকল অভিভাবককে ঐক্যবদ্ধ ভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
অনুষ্ঠিতটি পরিচালনা করেন মানবাধিকার কর্মী ও টিএমএসএসের সহকারী জোনাল ম্যানেজার সাহানা আফরোজ খানম। অনুষ্ঠানে বহু কিশোর কিশোরী, স্থানীয় এনজিও প্রতিনিধি, বহু গন্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া প্রতিনিধি উপস্থিত ছিলেন।

সাম্প্রতিক