ময়মনসিংহ কারাগারে এক হাজতির মৃত্যু

ময়মনসিংহ কারাগারে এক হাজতির মৃত্যু

bmtv new No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারে গোলাম মোস্তফা (৫০) নামের এক হাজতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১৩ জানুয়ারি) বেলা আড়াইটার দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি মহানগরীর খাগডহর এলাকার মৃত আব্দুল হেকিমের ছেলে।

কেন্দ্রীয় কারাগারের জেলার মো. আব্দুল্লাহ ইবনে তোফাজ্জল হোসেন খান বলেন, গত বছরের ১২ ডিসেম্বর থেকে গোলাম মোস্তফা একটি মারামারির মামলায় কারাগারে রয়েছেন। তিনি হার্টের রোগী ছিলেন। বুধবার হঠাৎ কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার দুপুরে তার মৃত্যু হয়।

এ বিষয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (এসআই) জুলহাস বলেন, ময়নাতদন্তের পর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।