পাবনায় নির্বাচনে জয়ী হয়ে নিজস্ব অর্থায়নে টিউবওয়েল উপহার দিলেন

পাবনায় নির্বাচনে জয়ী হয়ে নিজস্ব অর্থায়নে টিউবওয়েল উপহার দিলেন

bmtv new No Comments

পাবনা থেকে এ কে খানঃ বিএমটিভি নিউজঃ  পাবনার চাটমোহর নব নির্বাচিত ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি হাজী মোজাম্মেল হক তার নিজ অর্থায়নে চাটমোহর পৌর সদরের মির্জা মার্কেটের পশ্চিম পাশে জনসাধারণের সুবিধার্থে সম্প্রতি একটি নতুন টিউবওয়েল স্থাপন করেন। ইতিপূর্বে তিনি এলাকায় অনেক জনকল্যাণমূলক কাজে সহযোগিতা করেছেন।
গত শুক্রবার ব্যবসায়ী সমিতির ত্রি-বার্ষিক নির্বাচনে তিনি সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করে নির্বাচিত হন। তিনি ব্যবসায়ী সমিতির সদস্যদের সাথে কুশল বিনিময় করতে এসে উক্ত স্থানে একটি টিউবওয়েলের প্রয়োজন অনুভব করায় তিনি একটি নতুন টিউবওয়েল স্থাপনের সমস্ত খরচ নিজে বহন করেন। ব্যবসায়ীরা জানান আমাদের পাশে যে দাঁড়াবে আমরাও তার পাশে থাকবো।
এক প্রশ্নের জবাবে হাজী মোজাম্মেল হক জানান ব্যবসায়ীদের সকল সমস্যার সমাধানে আমি সব সময় তাদের পাশেই থাকবো।