বিএমটিভি নিউজ ডেস্কঃ গারো পাহাড়ের পাদদেশে ময়মনসিংহের ধোবাউড়া উপজেলায় এই প্রথম সাহিত্য উৎসব ও গুনীজন সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দুপুরে সবুজ ছায়ার আয়োজনে ও ধোবাউড়া সাহিত্য পরিষদের সহযোগিতায় দক্ষিণ মাইজপাড়া ইউনিয়ন ভেদিকুড়া সীমান্তে (সবুজ অরণ্য) সংবর্ধনা অনুষ্ঠান ও আলোচনা সভা হয় । আলোচনা সভায় ধোবাউড়া সরকারি ডিগ্রি কলেজের অধ্যাপক আব্দুল মোতালেব এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধোবাউড়া মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন। সবুজ ছায়ার সম্পাদক কবি শামছুল হক মৃধা ও শহিদুল ইসলামের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন, অধ্যাপক আব্দুল খালেক পাঠান, সহকারী শিক্ষক এম এ রশিদ, কবি লুকান্ত শাওন, কবি য্যোতিস চন্দ্র রায়, কবি মাহমুদুল হাসান, ধোবাউড়া সাহিত্য পরিষদের সভাপতি সুভাষ দত্ত, সাংবাদিক আবুল হাসেম।
এ সময় সবুজ ছায়ার পক্ষ থেকে প্রয়াত এডভোকেট রু.শ নীহার রঞ্জন পাল নেপাল উনার পক্ষে মরণোত্তর সংবর্ধনা গ্রহণ করেন তার ভাতিজা আনন্দ কুমার পাল। এবং সংবর্ধনা দেওয়া হয়েছে সংগীত শিক্ষক মনিলাল দাস, কবি মতেন্দ্র মানখিন ও সংগঠন নাজমুল হুদা সারোয়ারকে।
এ সময় উপস্থিত ছিলেন, সহকারী শিক্ষক সাইদুল ইসলাম, ধোবাউড়া প্রেসক্লাবের সাংবাদিক ফজলুল হক, কামরুল হাসান রবি, আল আমিন প্রমূখ। খবর প্রেস বিজ্ঞপ্তির।