ফুলবাড়ীয়ায় নতুন ইউএনও নাহিদুল করিম বিদায় আশরাফুল ছিদ্দিক

ফুলবাড়ীয়ায় নতুন ইউএনও নাহিদুল করিম বিদায় আশরাফুল ছিদ্দিক

January 30, 2022 609 Views

ফুলবাড়ীয়া প্রতিনিধি :বিএমটিভি নিউজ ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলায় মোহাম্মদ নাহিদুল করিম নতুন উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদান করেন। গতকাল রবিবার ফুলবাড়ীয়ায় এসে দায়িত্ব গ্রহণ করেন। এ সময় ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক। বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) তিনি ময়মনসিংহের জেলা প্রশাসক কার্যালয়ে যোগদান করেন। এর আগে ২৫ জানুয়ারি ময়মনসিংহ বিভাগীয় কমিশনার মো: শফিকুর রেজা বিশ^াস স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে ফুলবাড়ীয়ায় বদলি করা হয়। নাহিদুল করিম এর আগে ‘ পাওয়ার উইং, পরিকল্পনা কমিশন’ এ সিনিয়র সহকারী প্রধান হিসেবে কর্মরত ছিলেন।
সদ্য বিদায়ী ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল ছিদ্দিক কে বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের উপ পরিচালক হিসেবে বদলি করা হয়। ২৪ জানুয়ারি জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপ সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ স্বাক্ষরিত প্রজ্ঞাপনে প্রেষণে নিয়োগের নিমিত্ত তাঁর চাকরি পরিকল্পনা মন্ত্রণালয়ে ন্যস্ত করা হয়। ফুলবাড়ীয়ায় কর্মকালীন সময় তিনি সততা, দক্ষতা ও আপোষহীন হিসেবে উপজেলাব্যাপী সুনাম অর্জন করেছিলেন।##

সাম্প্রতিক