নজরুল সেনার প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম বাবুলের স্মরণ সভা শুক্রবার

নজরুল সেনার প্রতিষ্ঠাতা সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম বাবুলের স্মরণ সভা শুক্রবার

bmtv new No Comments

স্টাফ রিপোর্টারঃবিএমটিভি নিউজ ডেস্কঃ  বাংলাদেশ নজরুল সেনার প্রতিষ্ঠাতাকালীন সদস্য বীর মুক্তিযোদ্ধা মরহুম এ,টি,এম জাহাঙ্গীর হাসনাত বাবুল এর স্মরণ সভা ও দোয়া মাহফিল আগামী ৪ ফেব্রুয়ারি শুক্রবার বাদ মাগরিব নজরুল সেনা মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য নগরীর কলেজ রোড নিবাসী মরহুম এডভোকেট হাসমত আলীর জ্যেষ্ঠ পুত্র এ,টি,এম, জাহাঙ্গীর হাসনাত বাবুল (৬৬) গত ২৮ জানুয়ারি ভোর ৪ টায় ঢাকাস্থ ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। ঐদিন বাদ জুম্মা ঢাকাস্থ শাহীন বাগ মসজিদে প্রথম জানযা এবং বাদ এশা গুলকীবাড়ী মসজিদ প্রাঙ্গণে দ্বিতীয় জানাযা শেষে গুলকীবাড়ী পৌর গোরস্তানে প্রয়াত পিতার পাশে তাঁকে দাফন করা হয়। ব্যাক্তি জীবনে বিনয়ী,স্বল্পভাষী ও বন্ধুবৎসল জাহাঙ্গীর হাসনাত কাশেম গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সফল পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন।
মরহুম জাহাঙ্গীর হাসনাত এর পরিবারের সকল ভাই বোনেরা নজরুল সেনার সাথে সুদীর্ঘ কাল থেকে ওৎপ্রোতভাবে জড়িত রয়েছেন। স্মরণ সভা ও মরহুমের রূহের মাগফিরাত কামনা করে অনুষ্ঠিতব্য দোয়া মাহফিলে নজরুল সেনার সকল সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের উপস্থিত থাকার জন্য কেন্দ্রীয় নজরুল সেনার সভাপতি লায়ন মিজানুর রহমান খান ও সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম সেলিম অনুরোধ জানিয়েছেন।