ময়মনসিংহে ডিবির অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

ময়মনসিংহে ডিবির অভিযানে নারীসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

February 2, 2022 356 Views

স্টাফ রিপোর্টারঃবিএমটিভি নিউজঃ   ময়মনসিংহ জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) মাদক বিরোধী অভিযান চালিয়ে দুই গাঁজা ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে দেড় কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। মঙ্গলবার রাতে তারাকান্দা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।
ডিবির ওসি মোঃ সফিকুল ইসলাম জানান, পুলিশ সুপার মোহাঃ আহমার উজ্জামানের নির্দেশে মাদকমুক্ত অঞ্চল গড়তে ডিবি পুলিশ নিয়মিত অভিযান চালিয়ে আসছে। এরই অংশ হিসাবে এসআই আজগর আলী সংগীয় অফিসার ফোর্সসহ মঙ্গলবার রাতে তারাকান্দার হরিয়াগাই এলাকা থেকে দেড় কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তারা হলো, শাহাবুদ্দিন মীর ও স্বপ্না আক্তার। তারা উভয়েই রঙ্গেরকান্দার বাসিন্দা বলে পুলিশ জানায়। বুধবার তাদের বিরুদ্ধে মামলাশেষে আদালতে পাঠানো হয়।

সাম্প্রতিক