স্টাফ রির্পোটার,বিএমটিভি নিউজঃ ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র ও ময়মনসিংহ জেলা মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ ইকরামুল হক টিটু সোমবার বিকেলে হোচট খেয়ে বাম পায়ে গুরুতর আঘাতপ্রাপ্ত হয়েছেন। তার পায়ে প্লাস্টার করা হয়েছে। ডাক্তার তাকে ২১দিনের পূর্ণাঙ্গ বিশ্রামের পরামর্শ দিয়েছেন। দ্রæত সুস্থ্যতার জন্য মেয়র টিটু পরিবার এবং সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন রাজনৈতিক,সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ সকলের কাছে দোয়া কামনা করেছেন।
ময়মনসিংহ সিটি কর্পোরেশন জনসংযোগ কর্মকর্তা শেখ মহাবুল হোসেন রাজীব জানান, মেয়র ইকরামুল হক টিটু সোমবার দুপুরে বাসায় হটাৎ হোচট খেয়ে পড়ে যান। এতে তিনি বাম পায়ে আঘাতপ্রাপ্ত হন। এরপর তাকে একটি বেসরকারি হাসপাতালে নেয়া হলে তার পায়ে এক্সরে করা হলে গুরুতর আঘাতের চিহ্ন দেখা দেয়। তারপর পায়ে প্লাস্টার করা হয়েছে। চিকিৎসক তাকে ২১ দিন পূর্ণাঙ্গ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন।
এদিকে ময়মনসিংহ সিটিকে উন্নত সিটিকে রূপান্তরের কারিগর সর্বস্তরের মানুষের প্রিয়মূখ মেয়র ইকরামুল হক টিটু আঘাতপ্রাপ্ত হওয়ায় এবং পূর্ণ সুস্থ্য না হওয়া পর্যন্ত সরজমিনে নগর পরিদর্শণ, জনসেবা, অসহায় দুস্থ্যদের পাশে দাঁড়ানো, বিভিন্ন প্রোগ্রামে যোগদানসহ নানা কাজে সশরীরে যোগদান করতে পারছেন না।
তাই মেয়র টিটু’র দ্রæত সুস্থ্যতার জন্য সকলের দোয়া কামনা করেছেন তার বড় ভাই এফবিসিসিআই সহ-সভাপতি ও ময়মনসিংহ চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র সভাপতি মোঃ আমিনুল হক শামীম। এছাড়াও সুস্থ্যতা কামনা করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তা ও কর্মচারিবৃন্দ, ময়মনসিংহ জিলা মটর মালিক সমিতির সভাপতি ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা মমতাজ উদ্দিন মন্তা, ময়মনসিংহ জেলা নাগরিক আন্দোলনের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নূরুল আমিন কালাম, ময়মনসিংহ সিটি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মতিউল আলম, ময়মনসিংহ বিভাগীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলামসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ।