ময়মনসিংহে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার-৮

ময়মনসিংহে পুলিশের অভিযানে ইয়াবা ব্যবসায়ীসহ গ্রেপ্তার-৮

BMTV Desk No Comments

শফিকুল ইসলাম,বিএমটিভি নিউজঃগত ২৪ ঘন্টায় ময়মনসিংহের কোতোয়ালী থানা পুলিশ অভিযান চালিয়ে ইয়াবা ব্যবসায়ী ও প্রতারনা মামলার পলাতক আসামীসহ বিভিন্ন অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করেছে।

বুধবার বিকালে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত হওয়া যায়। এর আগে মঙ্গলবার বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান,ময়মনিসিংহ রেলওয়ে স্টেশন থেকে একহাজার চারশত সত্তর পিস ইয়াবাসহ টেকনাফ থানাধীন পুরান পাল্লান এলাকার শফিকুল ইসলামের স্ত্রী গোল বাহার (৩৮) কে গ্রেপ্তার করে পুলিশ ।
অপর অভিযানে প্রতারনা মামলার আসামী বাজতিুলল্লাহ শেখের ছেলে জব্বার ফকির (৬০), জব্বার ফকির ছেলে আশরাফ(৪০),মোঃ আব্দুল খালেকের ছেলে মোঃ সুমন মিয়া (২৭) কে গ্রেপ্তার করে পুলিশ ।
আরেক অভিযানে নগরীর আর কে মিশন এলাকা থেকে নিয়মিত মামলার আসামী এডভোকেট শওকত আলী ছেলে জাহাঙ্গীর আলম বাবু (৪৫) চরপাড়া মোড় থেকে মোঃ ইসলাম উদ্দনি ছেলে আলা উদ্দনি ওরফে র্বামজি (২৮) কে গ্রেপ্তার করে পুলিশ ।
এছাড়াও নগরীর মাসকান্দা এলাকা থেকে মীর আঃ রাজ্জাকে ছেলে বুলবুল আহম্মদে ও আকুয়া ভাঙ্গাপুল এলাকা থেকে মোঃ ফারুক ছেলে মোঃ ফাহমি আহম্মদে সোহানকে গ্রেপ্তার করে কোতোয়ালী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক আইনে মামলা হয়েছে। বুধবার বিকালে তাদেরকে আদালতে পাঠিয়েছে পুলিশ।