বিএমটিভি নিউজ ডেস্কঃ আজ শুক্রবার সকাল ১০ টায় ময়মনসিংহের ধোবাউড়া উপজেলার দক্ষিণ মাইজপাড়ায় মিরপুর ঢাকা আগত সপ্তনীল মুক্ত মহাদল এর (স্কাউট) ২য় অ্যাডভাঞ্চার-২০২২ এর শুভ উদ্বোধন হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন সপ্তনীল মুক্ত মহাদল সম্পাদক সায়েদ বাসিত। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী ও মুজিব বর্ষ উপলক্ষে, সারাদেশে ধোবাউড়াকে পরিচিত করার লক্ষে ৫০জন সদস্যের এই দলটি আগামী ১৩ ফেব্রুয়ারি পর্যন্ত ধোবাউড়ায় অবস্থান করবে। অবস্থান কালে স্থানীয় নেতৃবৃন্দের কাছে সার্বিক সহযোগিতা কামনা করছে সম্পাদক সায়েদ বাসিত।