ত্রিশালে ৩টি নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারক গ্রেফতার

ত্রিশালে ৩টি নকল স্বর্ণের বারসহ ৩ প্রতারক গ্রেফতার

BMTV Desk No Comments

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ ময়মনসিংহের ত্রিশালে ৩টি নকল স্বর্ণের বারসহ ০৩ প্রতারককে গ্রেফতার করেছে ময়মনসিংহ র‌্যাব-১৪।

গতকাল র‌্যাব-১৪ এর একটি দল ত্রিশাল থানা চকরামপুর বাজারস্থ জনৈক শফিকুল ইসলামের হার্ডওয়্যার দোকানের সামনে অভিযান চালিয়ে নকল স্বর্ণের বারসহ আসামী : হোসেন আলী (৬৫), পিতা: মৃত কেরামত আলী, গ্রাম: দিটপুর, থানা: ঈশ্বরগঞ্জ, জেলা: ময়মনসিংহ, ০২) রুবেল মিয়া (৩৮), পিতা:-মৃত মিলন মিয়া, গ্রাম: চর হরিপুর, থানা: কোতোয়ালি, জেলা: ময়মনসিংহ, ০৩) আলম মিয়া (৩৫), পিতা: মৃত সামাদ মিয়া, গ্রাম: কয়ের চালা, থানা: ফুলবাড়িয়া, জেলা: ময়মনসিংহদেরকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত আসামীদের নিকট হতে ০১) ০৩(তিন) টি নকল স্বর্ণের বার ও ০১(এক) টি রেজিস্ট্রেশনবিহীন সিএনজি উদ্ধার পূর্বক জব্দ করা হয়।
গ্রেফতারকৃত আসামীদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ ও অনুসন্ধানে জানা যায় যে, তারা দীর্ঘদিন ধরে নকল স্বর্ণের বারের ব্যবসা করে বিভিন্ন লোককে প্রতারণা করে আসছে। এই সমস্ত অপরাধের বিরুদ্ধে র‍্যাবের অভিযান অব্যাহত থাকবে।

উক্ত বিষয়ে ধৃত আসামীদের বিরুদ্ধে ময়মনসিংহ জেলার ত্রিশাল থানায় মামলা দায়ের করা হয়েছে।