রংপুরের নবনিযুক্ত মেয়রকে সম্বর্ধনা ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে টিএমএসএস

রংপুরের নবনিযুক্ত মেয়রকে সম্বর্ধনা ও নববর্ষের শুভেচ্ছা জানিয়েছে টিএমএসএস

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম, পাবনা     জাগরণের পথিকৃৎ প্রফেসর ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগম ও টিএমএসএসের পক্ষ থেকে টিএমএসএসের অপারেশন-৪, রংপুর ডোমেইন কর্তৃক রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান কে সম্বর্ধনা ও নতুন বছর ২০২৩ সালের শুভেচ্ছা জানানো হয়।টিএমএসএসের রংপুর জোনের,মাহিগঞ্জ অঞ্চলের,মাহিগঞ্জ শাখায় ১ জানুয়ারি তাঁকে সম্বর্ধনা প্রদান ও প্রফেসর ড.হোসনে আরা বেগমের পক্ষ থেকে নতুন বছরের ফুলেল শুভেচ্ছা জানান টিএমএসএসের অপারেশন-৪, রংপুর ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ সাজ্জাদুর রহমান।নতুন বছরের প্রথম দিন ইংরেজি নববর্ষ ২০২৩ সাল উপলক্ষে শুভেচ্ছা বিনিময়ের মাধ্যমে আলোচনা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়।মাহিগঞ্জ শাখার,শাখা প্রধান আল জাকারিয়ার সভাপতিত্ব প্রধান অতিথি হিসাবে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন রংপুর সিটি কর্পোরেশনের নবনির্বাচিত মেয়র মোঃ মোস্তাফিজুর রহমান।টিএমএসএসের পক্ষে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের অপারেশন রংপুর ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান।অন্যদের মধ্যে সহকারী ডোমেইন প্রধান মোঃ রফিকুল ইসলাম,রংপুর জোন প্রধান মোঃ শহিদুল ইসলাম ও মাহিগঞ্জ অঞ্চল প্রধান শ্যামল চন্দ্র রায় প্রমুখ।সিটি মেয়র টিএমএসএস রংপুরসহ এ এলাকায় বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করায় ও টিএমএসএসের পক্ষ থেকে তাঁকে কে সম্বর্ধনা প্রদান ও নতুন বছরের শুভেচ্ছা বিনিময়ের জন্য সিটি মেয়র টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক প্রফেসর ড.হোসনে আরা বেগম,ডোমেইন প্রধান মোঃ সাজ্জাদুর রহমান,টিএমএসএস কর্তৃপক্ষ ও টিএমএসএসে কর্মরত সকল পর্যায়ের কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ জানানোর পাশাপাশি টিএমএসএসের জন্য অনেক অনেক শুভকামনা করেন।এ সময় টিএমএসএসের অন্য কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।