আঃ খালেক পিভিএম, পাবনা উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-২, ঢাকা ডোমেইনের আওতাধীন পরিচালিত সাভার জোন কর্তৃক আয়োজিত অঞ্চল প্রধান ও শাখা প্রধানদের সমন্বয়ে জোনের ত্রৈমাসিক কার্যঅগ্রগতি সভা ৪ ডিসেম্বর সাভার জোন অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।টিএমএসএসের সাভার জোনের, জোন প্রধান মোঃ মামুনুর রশীদের সভাপতিত্বে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ঢাকা ডোমেইনের,ডোমেইন প্রধান পরিচালক মোঃ রেজাউল করিম। সভায় ভার্চুয়ালি অংশ গ্রহণ করে কর্মকর্তাদের করনীয় বিষয় নিয়ে আলোচনা করেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।তিনি বর্তমান সময়ে সংস্থার বিভিন্ন কর্মসূচি পরিচালনার করনীয় নির্দেশনা প্রদান করেন।আরো ভার্চুয়ালি অংশ নেয় টিএমএসএসের হেম অপারেশন এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর ররহমান।সারাদিন ব্যাপি সভায় সংস্থার কার্যঅগ্রগতি পর্যালোচনা ও পরিকল্পনা বাস্তবায়ন কৌশল বিষয়ের উপর আলোচনা অনুষ্ঠিত হয়।আলোচনায় নতুন,নতুন কর্ম কৌশল নির্ধারন করে কার্যক্রম পরিচালনা করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানানোর পাশাপাশি বকেয়া ও মেয়াদোর্ত্তীন ঋণ আদায় জোরদার করার বিষয় নিয়েও আলোচনা করা হয়।আলোচনায় সংস্থার বার্ষিক বাজেট ও টার্গেট পূরণ করার বিষয় নিয়েও আলোচনা অনুষ্ঠিত হয়।সভায় কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার আহবান জানানো হয়।আলোচনায় তৃণমূল থেকে গড়ে উঠা এ প্রতিষ্ঠানটি কে আরো গতিশীল ও বেগবান করতে সবাই কে কঠোর পরিশ্রম করতে হবে।সভায় সাভার জোনের আওতাধীন ৫ জন এরিয়া প্রধান ও ২০ জন শাখা প্রধান অংশ নেয়। কর্মশালায় সংস্থার সামগ্রিক কর্মকান্ড নিয়ে আলোচনা শেষে বিভিন্ন সিদ্ধান্ত গৃহীত হয়।