নাটোর সিংড়ায় টিএমএসএসের কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

নাটোর সিংড়ায় টিএমএসএসের কর্মীদের কর্মশালা অনুষ্ঠিত

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা     উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১, নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত সিংড়া অঞ্চল কর্তৃক আয়োজিত,সিংড়া অঞ্চলের সকল মাঠ কর্মীদের কর্মশালা ৭ ডিসেম্বর টিএমএসএসের সিংড়া অঞ্চল অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।কর্মশালায় সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর পর্যালোচনা অনুষ্ঠিত হয়। টিএমএসএসের সিংড়া অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ হারুনুর রশিদের সভাপতিত্বে কর্মশালায় ভার্চুয়ালি প্রধান অতিথি হিসাবে অংশ নিয়ে সংস্থার বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপনির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।বিশেষ অতিথি হিসাবে ভার্চুয়ালি যোগ দেন টিএমএসএসের হেম অপারেশন এন্ড আইটি পরিচালক মোঃ মাহাবুবর রহমান।প্রধান অতিথি মোঃ সোহরাব আলী খান প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।তিনি সিংড়া অঞ্চলের কার্য অগ্রগতি আলোচনা করার পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি দ্বিতীয় কোয়াটারের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি মোঃ মাহবুবুর রহমান কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।সারা দিন ব্যাপী মাঠ কর্মী কর্মশালায় ভার্চুয়ালি অংশ নিয়ে সংস্থার মাঠ পর্যায়ের বিভিন্ন কর্মসূচি ও মাঠ কর্মীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন টিএমএসএসের নাটোর ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।কর্মশালায় অন্যদের মধ্যে নাটোর জোন প্রধান এএসএম আরিফুল বাশার,নাটোর-২ শাখার ম্যানেজার মোঃ শাহ আলম ও শাখার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।সিংড়া অঞ্চলের চারটি শাখার ২৭ জন ফিল্ড সুপার ভাইজার অংশ নেয়।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।