নাটোর টিএমএসএসের কার্য অগ্রগতি সভা অনুষ্ঠিত

নাটোর টিএমএসএসের কার্য অগ্রগতি সভা অনুষ্ঠিত

January 21, 2023 239 Views

আঃ খালেক পিভিএম,পাবনা।।উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ডঃ হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশন-১১, নাটোর ডোমেইনের আওতাধীন পরিচালিত নাটোর অঞ্চল কর্তৃক আয়োজিত,নাটোর অঞ্চলের সকল মাঠ কর্মীদের ত্রৈমাসিক কার্যঅগ্রগতি সভা ২০ জানুয়ারি টিএমএসএসের নাটোর অঞ্চল অফিস কার্যালয়ে অনুষ্ঠিত হয়।সভায় সংস্থার মাঠ পর্যায়ের কার্য অগ্রগতি বিষয়ের উপর নানা দিক নিয়ে বিস্তারিত আলোচনা পর্যালোচনা অনুষ্ঠিত হয়।টিএমএসএসের নাটোর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন টিএমএসএসের নাটোর ডোমেইনের,ডোমেইন প্রধান সাগর কুমার বড়ুয়া।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন নাটোর টিএমএসএসের সিনিয়র জোনাল প্রধান মোঃ আব্দুর রাজ্জাক ও নাটোর জোন প্রধান এএসএম আরিফুল বাশার।প্রধান অতিথি সাগর কুমার বড়ুয়া প্রতিষ্ঠানের পক্ষ থেকে উপস্থিত সকল মাঠ কর্মী ও কর্মকর্তাদের শুভেচ্ছা জানান।তিনি নাটোর অঞ্চলের কার্য অগ্রগতি আলোচনা করার পাশাপাশি নতুন,নতুন কর্ম পরিকল্পনা নির্ধারন করতে কর্মকর্তাদের পরামর্শ দেন।তিনি খেলাপি ও মেয়াদোত্তীর্ণ ঋণ আদায় জোরদার করতে কর্মকর্তাদের নির্দেশ দেওয়ার পাশাপাশি চতুর্থ কোয়াটারের টার্গেট পূরণ করতে কর্মকর্তাদের প্রতি আহবান জানান।বিশেষ অতিথি সিনিয়র জোনাল প্রধান মোঃ আব্দুর রাজ্জাক কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন তৃণমূল থেকে গড়ে ওঠা এ প্রতিষ্ঠানটিকে আরো গতিশীল ও বেগবান করতে আপনাদের মাঠ পর্যায়ে কঠোর পরিশ্রম করতে হবে।অপর বিশেষ অতিথি নাটোর জোন প্রধান এএসএম আরিফুল বাশার কর্মকর্তাদের সততা ও ন্যায় নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করার জন্য আহবান জানান।সারা দিন ব্যাপী কার্য অগ্রগতি সভায় সংস্থার মাঠ পর্যায়ের নানা কর্মসূচি ও মাঠ কর্মীদের সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন টিএমএসএসের নাটোর অঞ্চলের,অঞ্চল প্রধান মোঃ আতিকুর রহমান।সভায় অন্যদের মধ্যে শাখা প্রধান মোঃ আবু শাহিন ও হিসাব কর্মকর্তা মোঃ নুরুন্নবীসহ নাটোর অঞ্চলের চারটি শাখার ২২ জন ফিল্ড সুপার ভাইজার অংশ নেয়।মাঠ পযার্য়ের কর্মসূচিতে বকেয়া হ্রাস ও নতুন,নতুন কর্মসূচি চিহ্নিত করে ঋণ বিতরণ ও ঋণের ঝুঁকি মুক্ত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।ত্রৈমাসিক কায অগ্রগতি সভায় ভালো ফলাফল অর্জন করায় কয়েকজন মাঠ কর্মীকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে পুরস্কৃত করা হয়।

সাম্প্রতিক