দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে টিএমএসএসের শীতবস্ত্র কম্বল বিতরণ

দিনাজপুর ও চাঁপাইনবাবগঞ্জে টিএমএসএসের শীতবস্ত্র কম্বল বিতরণ

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম, পাবনা।।   উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশান-৯,দিনাজপুর ডোমেইনের অধীন দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার,বীরগঞ্জ শাখার মাধ্যমে বীরগঞ্জ মহিলা কলেজ মাঠ চত্বরে এলাকার শীতার্ত মানুষের মধ্যে ২৩ জানুয়ারী শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।টিএমএসএস কর্তৃক এলাকার অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে ৩ শতাধিক পরিবারের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।টিএমএসএসের ঠাঁকুরগাও জোন প্রধান মোঃ শহিদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা বক্তব্য দেন ও শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন বীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জিনাত রেহানা।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বীরগঞ্জ মহিলা কলেজের অধ্যক্ষ মেঃ সেলিম জাহাঙ্গীর ও টিএমএসএসের অপারেশন-৯,দিনাজপুর ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ ওসমান গনি।প্রধান অতিথি জিনাত রেহানা বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।পাশাপাশি সারা দেশের অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যহত রেখেছে।এরই ধারাবাহিকতায় আজকে এ অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।তিনি টিএমএসএস আগামীতে আরো অনেক,অনেক সামাজিক ও মানবিক কর্মসূচি গ্রহণ করে তা পালন করার প্রত্যাশা করেন।অন্যদের মধ্যে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষে দিনাজপুর ডোমেইন প্রধান মোঃ ওসমান বক্তব্য দেন।তিনি উপস্থিত সবাই কে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম এর পক্ষ থেকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।ডোমেইন প্রধান বলেন সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড গতিশীল থাকবে।তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।বিশেষ অতিথি অধ্যক্ষ সেলিম জাহাঙ্গীর বলেন,টিএমএসএস যেমন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে,তেমনি সমাজের বৃত্তবানদের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো দরকার।এ এলাকায় টিএমএসএসের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করায় তিনি টিএমএসএসের কর্মকর্তা ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,অঞ্চল ও শাখা প্রধানগন,নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ, টিএমএসএসের উপকারভোগী সদস্য, এনজিও কর্মী, বহুগন্যমান্য ব্যক্তিবর্গ, এলাকাবাসী, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।

চাঁপাইনবাবগঞ্জে টিএমএসএসের শীতবস্ত্র কম্বল বিতরণ

জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের অপারেশান-৩, রাজশাহী ডোমেইনের অধিন চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার,শিবগঞ্জ-২ শাখার মাধ্যমে এলাকার শীতার্ত মানুষের মধ্যে ২৩ জানুয়ারী শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়।টিএমএসএস এলাকার অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত শীতার্ত মানুষের মধ্যে ৩ শত পরিবারের মধ্যে ৩০০ পিচ শীতবস্ত্র কম্বল বিতরণ করে।টিএমএসএসের চাঁপাইনবাবগঞ্জ জোন প্রধান মোঃ ওয়াকিল আহমেদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ করেন চাঁপাইনবয়াবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আবুল হায়াত।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চাঁপাইনবয়াবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা চৌধুরী জুবায়েদ আহমেদ,উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির ও টিএমএসএসের রাজশাহী ডোমেইন প্রধান এসএম বাবুল।প্রধান অতিথি আবুল হায়াত বলেন,টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনার পাশাপাশি সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণ অব্যহত রেখেছে।এরই ধারাবাহিকতায় আজকে এ অঞ্চলের দরিদ্র মানুষের মধ্যে শীত বস্ত্র কম্বল বিতরণ সত্যিকার অর্থে প্রশংসার দাবি রাখে।তিনি টিএমএসএস আগামীতে আরো অনেক,অনেক মানবিক কর্মসূচি গ্রহণ করে তা পালন করার প্রত্যাশা করেন।অন্যদের মধ্যে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের পক্ষে রাজশাহী ডোমেইন প্রধান এসএম বাবুল বক্তব্য দেন।তিনি উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন সমাজের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে টিএমএসএসের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড গতিশীল থাকবে।চাঁপাইনবাবগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি আবু আহমেদ নাজমুল কবির বলেন, টিএমএসএস যেমন সমাজের অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে,তেমনি সমাজের বৃত্তবানদের অসহায় ও সুবিধা বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো দরকার।এ এলাকায় টিএমএসএসের পক্ষ থেকে শীতবস্ত্র কম্বল বিতরণ করায় তিনি টিএমএসএসের কর্মকর্তা ও কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।এ সময় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা, নানা শ্রেণী পেশার মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।