রাঙ্গামাটিয়া ইউনিয়নে বিষ্ণুরামপুর গ্রামে নতুন রাস্তা নির্মাণে এলাকায় স্বস্থি

রাঙ্গামাটিয়া ইউনিয়নে বিষ্ণুরামপুর গ্রামে নতুন রাস্তা নির্মাণে এলাকায় স্বস্থি

BMTV Desk No Comments

এনায়েতুর রহমান , ফুলবাড়ীয়া থেকে ঃ
ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার রাঙ্গামাটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তার অক্লান্ত পরিশ্রম, মেধা ও দক্ষতায় অল্প দিনের মধ্যে ইউনিয়নে রাস্তা-ঘাট, স্কুল মাদ্রাসাসহ বিভিন্ন প্রতিষ্ঠানে উন্নয়নের ছোঁয়া লেগেছে।
জানা যায়, ২ জানুয়ারি-২০২২ সাল হইতে এক বছরের মধ্যেই উন্নয়ন কর্মকাণ্ড ও মানুষের সুখে দুখে পাশে থেকে নিরলসভাবে সেবা দিয়ে তিনি এলাকায় জনপ্রিয়তা অর্জন করছেন।
এরই ধারাবাহিকতায় বিষ্ণুরামপুর ও আকতা গ্রামের সীমন্তবর্তী একটি নতুন রাস্তা নির্মাণ করে এলাকাবাসীর দীর্ঘ দিনের কষ্ট লাঘব হলো।
স্থানীয় প্রাইম ব্যাংকের এসিস্টঃ ভাইস প্রেসিডেন্ট মোঃ জয়নাল আবদীন বলেন, বর্তমান চেয়ারম্যান রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা এলাকায় অনেক রাস্তাঘাট নির্মাণ করেছেন। এক সময় ভাঙা পুরাতন রাস্তা দিয়ে যাতায়াত করা যেতো না। তিনি বিষ্ণুরামপুর গ্রামের ইউপি সদস্য আব্দুল বারেক ও আকতা গ্রামের ইউপি সদস্য আব্দুল কাদেরের সমন্বয়ে বিষ্ণুরামপুর- আকতা সীমান্তে একটি নতুন রাস্তা সংস্কার করেছেন, তৈরি করেছেন নতুন রাস্তা। এলাকাবাসীর দীর্ঘ দিনের কষ্ট লাঘব হওয়ায় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। উনারা ভালো মনের মানুষ বলেই এই কার্যক্রম সম্ভব হয়েছে।
ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা বলেন, এ সরকারের আমলে গ্রামকে শহর করার লক্ষ্যে জননেত্রী শেখ হাসিনা যে কাজ দিয়েছেন তা অত্যন্ত সুষ্ঠভাবে সম্পন্ন করার চেষ্টা করছি।
এসময় তিনি সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে এবং ডিজিটাল ইউনিয়ন গড়ার লক্ষে নিরলসভাবে জনসেবায় নিয়োজিত থাকার আশাবাদ ব্যাক্ত করেন স্বনামধন্য ইউপি চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম চৌধুরী মুক্তা।

LATEST POSTS