আঃ খালেক পিভিএম,পাবনা ইফাদ ও পিকেএসএফ এর আর্থিক ও কারিগরি সহযোগিতায় জাতীয় পর্যায়ের বে-সরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন আরএমটিপি পোল্ট্রি (RMTP #Poultry) প্রকল্পের আওতাভুক্ত“নিরাপদ পোল্ট্রি ও পোল্ট্রি জাত পণ্যের বাজার উন্নয়ন শীর্ষক ভ্যালু চেইন উন্নয়ন” উপ-প্রকল্পের আওতায় ২৬ জানুয়ারি বগুড়ার বনানী গাক টাওয়ার প্রধান কার্যালয়ে অনুদানের চেক বিরতণ অনুষ্ঠিত হয়।প্রকল্পের কর্ম এলাকার অধীনে প্রশিক্ষিত লোকাল সার্ভিস প্রভাইডারগন মাঠ পর্যায়ে হাঁস-মুরগি ও কবুতরের স্বাস্থ্য সেবায় কাজ করে যাচ্ছে।মাঠ পর্যায়ে হাঁস-মুরগি ও কবুতরের ভ্যাকসিনের কার্যকারীতা বজায় ও প্রয়োজন অনুসারে সংরক্ষণ নিশ্চিত করতে কোল্ড চেইন মেইন্টেইন করা অত্যাবশক ও খামারিদের মাঝে বিশুদ্ধ জাতের একদিনের হাঁসের বাচ্চা সরবরাহ অতীব জরুরি।এই উদ্দেশ্যকে সামনে রেখে প্রকল্পের কর্ম এলাকায় উদ্যোক্তাদের মাঝে চেক বিতরন করা হয়।উক্ত চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও চেক বিতরণ করেন গ্রাম উন্নয়ন কর্ম গাক’র সিনিয়র পরিচালক ড.মাহবুব আলম।অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য দেন (মনিটরিং এন্ড রিভিউ) হজকিল মোঃ আবু হাসান,সমন্বয়কারী কমিউিনিকেশন এন্ড ডকুমেন্টেশন অফিসার মোঃ জিয়া উদ্দিন সরদার,প্রকল্প ব্যাবস্থাপক মোঃ রহমত আলী,মনিটরিং এন্ড রেজাল্ট ম্যানেজমেন্ট অফিসার,মোঃ জাওয়াদুল করিম,মার্কেট লিংকেজ অফিসার মোঃ এহসানুল কবীর,বিজনেস ডেভেলপমেন্ট অফিসার,মোঃ মাহবুবুর রহমান ও ফাইন্যান্স এন্ড এডমিন অফিসার মোঃ নিহাজুল ইসলাম প্রমুখ।এ সময় গাক সংস্থার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা,গাক এর সুবিধাভোগী সদস্য,বিভিন্ন শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ, ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।