বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে মিতুলী ট্রাস্টের কার্ডিয়াক এ্যাম্বুলেন্স হস্তান্তর

বগুড়া টিএমএসএস মেডিকেল কলেজে মিতুলী ট্রাস্টের কার্ডিয়াক এ্যাম্বুলেন্স হস্তান্তর

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা।।

উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালের রোগীদের জন্য মিতুলী ট্রাস্ট কর্তৃক কার্ডিয়াক এ্যাম্বুলেন্স প্রদান করা হয়েছে।মানুষের হার্ট অ্যাটাক পরবর্তী রোগীর জীবন বাঁচাতে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য এ এ্যাম্বুল্যান্স ব্যবহার করা হবে।এ এ্যাম্বুলেন্সের দাতা প্রতিষ্ঠান রোটারী ফাউন্ডেশন রোটারী ক্লাব অব ঢাকার সাবেক ডিস্ট্রিক গভর্ণর মরহুম রোটারিয়ান আলী মাহবুব এর কন্যা আকতার মিতুলী ফ্যামিলী ট্রাস্টের অন্যতম কর্ণধার মিতুলী মাহবুব।ইন্ডিয়ার ইন্টারন্যাশনাল স্পন্সর রোটারী ক্লাব জোধপুর।ঢাকার বনানীস্থ একটি হোটেলে ২৫ জানুয়ারি কার্ডিয়াক এ্যম্বুল্যান্সটি হস্তান্তর অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বক্তারা মিতুলী ফ্যামিলী ট্রাষ্টের বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ডে অবদানের কথা স্মরণ করেন।বক্তারা আরো বলেন,মিতুলী ফ্যামিলী ট্রষ্ট টিএমএসএসের মাধ্যমে বগুড়াসহ দেশের বিভিন্ন এলাকার নানা সেবা মূলক কার্যক্রম পরিচালনা করছে।বক্তারা মিতুলী ফ্যামিলী ট্রাষ্টের সকল মানবিক কাজে সহায়তা প্রদান করার জন্য মিতুলী ট্রাস্টের সকল সদস্যদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।এ অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিগণ,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।হার্ট এ্যাটাকের পরে রোগীদের জীবন বাঁচাতে রুগীকে দ্রুত মেডিকেলে স্থানান্তর করতে এ এ্যাম্বুলেন্স ব্যবহৃত হবে কর্মকর্তারা জানান।

LATEST POSTS