সুনামগঞ্জ জেলায় টিএমএসএসের শীতবস্ত্র বিতরণ

সুনামগঞ্জ জেলায় টিএমএসএসের শীতবস্ত্র বিতরণ

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা।। নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পযায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত অপারেশান-৭,সিলেট ডোমেইনের অধীন সুনামগঞ্জ জেলার,সুনামগঞ্জ সদর শাখার কর্ম এলাকার গরীব,দুস্থ,অসহায় ও সমাজের সুবিধা বঞ্চিত মানুষের মধ্যে পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন আর্থিক সহযোগিতা ও টিএমএসএসের ব্যবস্থাপনায় শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।সুনামগঞ্জ সদর উপজেলার বিভিন্ন এলাকার ৭ শত শীতার্ত পরিবারের পুরুষ ও মহিলাদের মধ্যে শীত নিবারনের জন্য কম্বল বিতরণ করা হয়।শীতবস্ত্র কম্বল পেয়ে অসহায় মানুষ ও উপকারভোগী পরিবারের সদস্যরা টিএমএসএসের কর্মকর্তা ও কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।সুনামগঞ্জ সদরের বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে ২৮ জানুয়ারি সুনামগঞ্জ সদর উপজেলা পরিষদ মাঠ চত্বরে টিএমএসএসের সুনামগঞ্জ সদর শাখার ম্যানেজার মোঃ আরিফুজ্জামান আরিফের সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও কম্বল বিতরণ করেন সুনামগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ জাকির হোসেন।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন টিএমএসএসের অপারেশন সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক ও সহকারী ডোমেইন প্রধান মোঃ শাহিন মিয়া।প্রধান অতিথি মোঃ জাকির হোসেন বলেন, টিএমএসএস সারা দেশ ব্যাপী বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় এ উপজেলার বিভিন্ন এলাকার দরিদ্র মানুষের মধ্যে শীতবস্ত্র কম্বল বিতরণের কাজ পরিচালনা করছে।তিনি আরো বলেন,টিএমএসএস যেমন অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছে,তেমনি সমাজের বৃত্তবানদের অসহায় মানুষের পাশে এগিয়ে আসা দরকার অনুষ্ঠানে টিএমএসএসের অপারেশান সিলেট ডোমেইনের,ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক বক্তব্য দেন।তিনি উপস্থিত সকলকে শুভেচ্ছা জানানোর পাশাপাশি বলেন, টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করছে।শীতবস্ত্র কম্বল বিতরণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে সহকারী ডোমেইন প্রধান মোঃ শাহিন মিয়া বক্তব্য দেন।এ সময় টিএমএসএসের সুনামগঞ্জ জোন প্রধান মোঃ মোয়াজ্জেম হোসেন,সুনামগঞ্জ অঞ্চল প্রধান মোঃ সেলিম আহমেদ ফকির, টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
এলাকার অসহায় মানুষের মধ্যে সুষ্ঠুভাবে শীতবস্ত্র কম্বল বিতরণ করতে পেরে সংস্থাটির ডোমেইন প্রধান মোঃ আসাদুল হক সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানান। তিনি ভবিষ্যতে এমন আরো অনেক সামাজিক ও মানবিক কাজে টিএমএমএস-তাদের কর্মকান্ড অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।এ সময় টিএমএসএসের বিভিন্ন পযার্য়ের কর্মকর্তা,নানা শ্রেণি পেশার মানুষ,টিএমএসএসের উপকারভোগী সদস্য,এনজিও কর্মী,এলাকার বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।