বগুড়ায় টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালে সিটি ব্যাংকের অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম পাবনা।।   নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের আওতাধীন পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে কোভিড রোগীসহ মুমূর্ষু রোগীদের জরুরী স্বাস্থ্য সেবা প্রদান ও প্রয়োজনে নিরবিচ্ছিন্ন অক্সিজেন সরবরাহের জন্য ১০টি অক্সিজেন কনসেন্ট্রেটর প্রদান করেছে সিটি ব্যাংক এনএ।ঢাকার শুলশানে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে বুধবার ২৫ জানুয়ারী অক্সিজেন কনসেন্ট্রেটর সমূহ টিএমএসএস কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করা হয়।অক্সিজেন কনসেন্ট্রটর হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন সিটি ব্যাংক এনএ এর পক্ষে চীফ কান্ট্রি কর্মকর্তা মইনুল হক।সিটি ব্যাংকের অন্য কর্মকর্তাদের মধ্যে হেড অফ এইচআর আসিফ জামান,হেড অফ লিগ্যাল সামিউন আখতার ইলা,হেড অফ কর্পোরেট অ্যাফেয়ার্স রুমানা আহমেদ,হেড অফ ফিনান্সিয়াল ইনস্টিটিউট মোঃ জাকির হোসেন ও রিলেশনশিপ ম্যানেজার শাহ কামাল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।
টিএমএসএস প্রতিষ্ঠানের পক্ষে উপস্থিত ছিলেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক রোটারিয়ান পিপি.অধ্যাপিকা ড. হোসনে আরা বেগম,টিএমএসএসের উপ-নির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান, কনসালট্যান্ট পিআর মোঃ নুরুল ইসলাম ও টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ্ কমিউনিটি হাসপাতালের কার্ডিওলজি বিভাগে সহযোগী অধ্যাপক ডাঃ মাহফুজুল ইসলাম প্রমুখ।
অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম বলেন,কোভিড-কালীন সময়ে টিএমএসএস এক হাজার শয্যা বিশিষ্ট হাসপাতালের আওতায় তিনশ শয্যা বিশিষ্ট কোভিড ডেডিকেটেভ হাসপাতাল চালু করে অগণিত মানুষকে বিশেষ সেবাসহ কোভিড কালীন সেবা প্রদান করেছিল।সে সময়ে এমন মানবিক সেবা মূলক কাজে সহায়তা প্রদান করার মাধ্যমে প্রতিষ্ঠানটি দেশে-বিদেশে সুনাম অর্জন করেছে।তিনি আরো বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তিনি জানান,কোন দানশীল ব্যক্তি বা প্রতিষ্ঠান এ প্রতিষ্ঠানের মাধ্যমে বিভিন্ন সেবা মূলক কাজে অংশ নিতে পারবে।তিনি আরো বলেন,বগুড়ার মিতুলী ফ্যামিলি ট্রাষ্টের আর্থিক সহযোগিতায়,টিএমএসএসের ব্যবস্থাপনায় দেশের বিভিন্ন এলাকায় সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।তেমনি ভাবে,যে কোন প্রতিষ্ঠান এমন কাজে এগিয়ে আসতে পারবে।সিটি ব্যাংক এন এ কর্তৃক ১০টি অক্সিজেন কনসেন্টেটর টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে প্রদান করায় টিএমএসএস কর্তৃপক্ষ ধন্যবাদের সহিত তা গ্রহণ করে সিটি ব্যাংকের প্রতি কৃতজ্ঞতা জানান।এ সময় নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, টিএমএসএস ও সিটি ব্যাংকের বিভিন্ন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার