চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকীর অভিযোগ ইউপি নারী সদস্যে’র বিরুদ্ধে

চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকীর অভিযোগ ইউপি নারী সদস্যে’র বিরুদ্ধে

BMTV Desk No Comments

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে এক ইউপি চেয়ারম্যানকে প্রাণনাশের হুমকী দিয়েছে একই পরিষদের নারী সদস্য। প্রতিবাদে ওই নারী সদস্যের বিরুদ্ধে শনিবার দূপুরে ইউনিয়ন পরিষদ হলরুমে এক সংবাদ সম্মলনের আয়োজন করে ইউপি চেয়ারম্যান।

জানা যায়, উপজেলার উচাখিলা ইউনিয়ন পরিষদে গত বৃহস্পতিবার সন্ধ্যায় ভিজিডি কার্ড সংক্রান্ত জরুরী সভা ডাকেন চেয়ারম্যান আনোয়ারুল হাসান খান সেলিম। সেই সভায় পরিষদের ৭, ৮ ও ৯ নং ওয়ার্ডের নারী সদস্য রোকসানা খাতুনের বিরুদ্ধে বিভিন্ন অপকর্মের বিষয় নিয়ে আলোচনা করা হয়। এসময় একই পরিষদের এক সদস্য রফিকুল ইসলাম রাকিবুলকে রোকসানা মোবাইল ফোনে গালিগালাজ করার বিষয়টি আলোচনায় আনেন। সেসময় গালিগালাজের ঘটনার বিচার চান রাকিবুল মেম্বার। পরে সকল ইউপি সদস্যদের উপস্থিতিতে চেয়ারম্যান সেলিম খান নারী সদস্য রোকসানাকে এমন আচরণ থেকে বিরত থাকতে বলেন এবং আর যেনো এমন আচরণ না করেন এবিষয়ে সতর্ক করে দেন। এতে রোকসানা ক্ষিপ্ত হয়ে উপস্থিত চেয়ারম্যানকে গালিগালাজ করে। এক পর্যায়ে রোকসানা পরিষদ থেকে বের হয়ে বাড়ি থেকে রামদা নিয়ে এসে চেয়ারম্যানকে প্রাণনাশের চেষ্টা করে বলে সংবাদ সম্মেলনে অভিযোগ করেন আনোয়ারুল খান সেলিম। অভিযোগে তিনি আরোও জানান, রোকসানা একটি কুচক্রী মহলের প্ররোচনায় বিভিন্ন মিথ্যা অপবাদ দিয়ে ওইদিন রাতেই তার বিরুদ্ধে থানায় একটি মিথ্যা অভিযোগ দায়ের করে।

নারী সদস্য রোকসানার বিরুদ্ধে সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরো বলেন, ওই নারীর বিরুদ্ধে ইতিপূর্বে ০৪ ও ০৫ নং ওয়ার্ডের ইউপি সদস্যদের সাথে বাকবিতন্ডায় এক পর্যায়ে উচাখিলা বাজারে গলায় ছুড়ি ধরার অভিযোগও রয়েছে। এছাড়াও ০৪, ০৫, ০৬ নং ওয়ার্ডের নারী সদস্য ইয়াসমিনকে লাঞ্ছিত করার অভিযোগ রয়েছে। এছাড়াও রোকসানা এলাকার একজন চিহ্নিত মাদক কারবারি হিসেবে পরিচিত। তাই এমন একজন নারী সদস্য আমার বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের তীব্র নিন্দা জানাচ্ছি।
উচাখিলা ইউনিয়নের আলাদিয়ার আলগী গ্রামের বাসিন্দা মো. জয়নাল মিয়া (৬৫) জানান, কিছুদিন পূর্বে পরিষদে চাল নিতে আসলে তাকে মারধর করে রোকসানা। এক পর্যায়ে তার পাঞ্জাবী, লুঙ্গী ও দাড়ি টেনে ছিড়ে ফেলে। এলাকাবাসী জানায়, ইউপি সদস্য রোকসানা উচাখিলা বাজারে মাদক ব্যবসা সহ বিভিন্ন অপকর্মের সাথে জড়িত থাকে। পতিবাদ করতে গেলে বিভিন্ন ভাবে তাদের হয়রানীর শিকার হতে হয় বলেও জানান তারা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অত্র ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, এলাকার গণ্যমান্য ব্যাক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।