You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে সাজাপ্রাপ্ত সহ ২৬ জন আসামীকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে বিভাগীয় নগরী ও সদর এলাকার আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই, ডাকাতি ও মাদক প্রতিরোধ এবং আদালতের পরোয়ানা ভুক্ত অপরাধীদের দ্রুততম সময়ে গ্রেফতার করে তাদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিশ্চিত করতে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় ২৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ ।
এসআই(নিঃ) মাসুদ জামালী এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার ভাটিকাশর সাকিনস্থ গ্রীন টাওয়ার নামক নির্মানাধীণ বিল্ডিং এর সামনে চরপাড়া হতে ব্রীজ গামী পাকা রাস্তার উপর হতে ০৩জন মাদক ব্যবসায়ী শফিকুল ইসলাম ওরফে আকাশ (২৮),সাং-কৃষ্টপুর মালঞ্চ কলোনী, বউ বাজারের পিছনে, মামুন মিয়া(২৭), পিতা-মোঃ তোতা মিয়া, সাং-কৃষ্টপুর (আদর্শ কলোনী, মুন্না মিয়ার বাসার সাথে), মোঃ রিপন মিয়া(৩০), পিতা-মোঃ রশিদ মিয়া প্রকাশ কুদ্দুস মিয়া, কৃষ্টপুর মালঞ্চ কলোনী (কালাম উকিলের বাসার পিছনে), সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহদেরকে গ্রেফতার করা হয়। আসামীদের নিকট হতে ১৫(পনের) গ্রাম হেরোইন উদ্ধার
করা হয়।
এসআই(নিঃ) ফারুক আহম্মেদ, ০১নং ফাড়ি, এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার চর গোবিন্দপুর পশ্চিম পাড়াস্থ ধৃত আবু সাঈদ (৩৫), পিতা- মৃতঃ মোফাজ্জল হোসেন ওরফে বকুল এর বসত ঘরের সামনে উঠান হতে ১জন মাদক ব্যবসায়ী আবু সাঈদ (৩৫), পিতা- মৃতঃ মোফাজ্জল হোসেন ওরফে বকুল, সাং-চর গোবিন্দপুর পশ্চিম পাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়। আসামীর নিকট হতে একটি নীল রংয়ের জিপারের ভিতর রক্ষিত ২০০(দুইশত) পিস ইয়াবা ট্যাবলেট, ওজন ২০(বিশ) গ্রাম উদ্ধার করা হয়।
এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার মাইজবাড়ী সাকিন হতে নিয়মিত মামলার আসামী মোজাম্মেল (৪০), পিতা-মোঃ গোলাম মোস্তফা, সাং-মাইজবাড়ী, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই(নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার পাটগুদাম র্যালীর মোড় এলাকা হতে দস্যুতার চেষ্টা মামলায় আসামী মোঃ বাবুল মিয়া (৩৫), সাং-কাতুলী, ইউনিয়ন-রূপসী, থানা-ফুলপুর, ময়মনসিংহ জুলহাস মিয়া (২০), পিতা-মোঃ আঃ হাই, সাং-হারগুজির পাড়, বর্তমান ঠিকানা-তিনকোনা পুকুরপাড়, গোহাইলকান্দি, থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই(নিঃ) নুর ইসলাম সংগীয় ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার আকুয়া বাইপাস মোড় সরকারী পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী ইসমাইল হোসেন(২৩), সাং-গোষ্ঠা উত্তরপাড়া, থানা-কোতোয়ালী, জেলা- ময়মনসিংহকে গ্রেফতার করেন।
এসআই(নিঃ) সোহেল রানা, ০২নং ফাড়ি সংগীয় অফিসার ফোর্সের সহায়তায় অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার রহমতপুর ইঞ্জিনিয়ারিং কলেজের পিছনে সরকারী পাঁকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী জনি(৩০), পিতা-রবিউল ইসলাম কসাই, সাং-রহমতপুর কাজীরগাও, মাহিদ(২৩), পিতা-মিন্টু মিয়া, , সাং-রহমতপুর বাজার, উভয় থানা-কোতোয়ালী, জেলা-ময়মনসিংহদ্বয়কে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এসআই(নিঃ) উত্তম কুমার দাস, ফারুক আহম্মেদ, এএসআই ছামিউল, সোহরাব, ইকবাল প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০৬টি সিআর এসআই (নিঃ) আশিকুল হাসান, তানভীর আহম্মেদ ছিদ্দিকী, টিটু সরকার, এএসআই সাত্তার, ফরহাদ, সাইফুল ইসলাম-২ প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী থানার মোট ০৭টি জিআর, এবং এসআই(নিঃ) আশিকুল হাসান ও এএসআই ইকবাল ০২টি সিআর সাজা ও এসআই(নিঃ) আশিকুল হাসান থানা এলাকা হতে ০১টি জিআর সাজা বডি তামিল করেন।
জিআর সাজা প্রাপ্ত কোতোয়ালীর আল মমিন বাবু, জিআর গ্রেফতারী পরোয়ানায় কোতোয়ালীর এমদাদুল হক, এমদাদুল হক, রাসেল হোসেন, মোকসেদ, হায়দার আলী, মোফাখখারুল ইসলাম স্বপন(৪২), মোঃ কাজল, সিআর সাজা প্রাপ্ত পলাতক আসামী মোফাখখারুল ইসলাম স্বপন, নজরুল ইসলাম, সিআর গ্রেফতারী পরোয়ানায় শরিফ মিয়া, নজরুল ইসলাম, নজরুল ইসলাম, শরীফ মিয়া, শফিকুল ইসলাম, শহিদ মিয়া(৪০) কে গ্রেফতার করা হয়।
উল্লেখ্য যে, একই ব্যক্তির নামে একাধিক ওয়ারেন্ট রয়েছে। গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।