আঃ খালেক পিভিএম,পাবনা।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর নবনিযুক্ত মহাপরিচালক মেজর জেনারেল একেএম আমিনুল হক,এনডিসি, এএফডব্লিউসি,পিএসসি,পিএইচডি গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন।তিনি ৩০ জানুয়ারি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পৌঁছান ও বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।মহাপরিচালক টুঙ্গিপাড়ায় পৌঁছালে আনসার ও ভিডিপি’র একটি সুসজ্জিত দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে।সেখানে তিনি ফাতেহা শরীফ পাঠ শেষে বিশেষ মোনাজাত করে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ১৯৭৫ সালের ১৫ আগস্ট তাঁর পরিবারের শহীদ সদস্যদের রূহের মাগফিরাত কামনা করেন।মাননীয় প্রধানমন্ত্রী ও তাঁর পরিবারের সদস্যদের দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করে দোয়া করা হয়।পরে মহাপরিচালক বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।শ্রদ্ধা নিবেদনের আনুষ্ঠানিক কার্যক্রম শেষে মহাপরিচালক তাঁর অনুভূতি ব্যক্ত করে সাংবাদিকদের বলেন,আনসার- ভিডিপি’র মহাপরিচালক হিসাবে জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে পেরে আমি নিজেকে অত্যন্ত সৌভাগ্যবান মনে করছি।সেই সাথে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রীকে যিনি আমার ওপর আস্থা রেখে আনসার ও ভিডিপি’র মতো ঐতিহ্যবাহী এ বিশাল বাহিনীর মহাপরিচালক হিসাবে আমার উপর গুরুত্বপূর্ণ দায়িত্ব অর্পন করেছেন।তিনি বলেন,৭৫ বছরের ঐতিহ্যবাহী এ বাহিনী বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়ন,জননিরাপত্তা,নির্বাচন ও পূজায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে আসছে।এছাড়া পার্বত্য অঞ্চলে সেনাবাহিনী ও বিজিবি’র সাথে এ বাহিনীর সদস্যরা পার্বত্য অঞ্চলের শান্তি রক্ষায় অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।১৯৭১ সালে ২৫ মার্চের কালরাত্রিতে বঙ্গবন্ধুর স্বাধীনতার ঘোষণা ওয়্যারলেসের মাধ্যমে দেশের সব জায়গায় ছড়িয়ে দেয়া হয়েছিল।তখন থেকেই আনসার-ভিডিপি দেশের স্বাধীনতা অর্জনে,বিভিন্ন সময়ে দেশ ও জাতির ক্রান্তিলগ্নে কাজ করে আসছে।এর ফলস্বরূপ ১৯৯৮ সালে বাহিনী জাতীয় পতাকা অর্জন করে।মাননীয় প্রধানমন্ত্রী বাহিনীর সক্ষমতা অনেক গুণ বৃদ্ধি করেছেন।মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ও মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর তত্ত্বাবধানে আনসার -ভিডিপি তার ঐতিহ্য সমুন্নত রেখে দেশের আইন শৃঙ্খলা রক্ষাসহ বাহিনীর ওপর অর্পিত যেকোনো দায়িত্ব অত্যন্ত দক্ষতার সঙ্গে পালন করতে সক্ষম হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।তিনি বলেন,জাতির জনকের স্বপ্নের সোনার বাংলা ও মাননীয় প্রধানমন্ত্রীর স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আনসার ও ভিডিপি সক্রিয় ভূমিকা পালন করবে। পরিশেষে তিনি দেশের মানুষের কল্যাণে সবাইকে সাথে নিয়ে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।আনসার ও ভিডিপি মহাপরিচালকের শ্রদ্ধা নিবেদনের সময় আনসার ও ভিডিপি সদর দপ্তর এর উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, গোপালগঞ্জ জেলা কমান্ড্যান্ট,২৩ আনসার ব্যাটালিয়ন এর অধিনায়ক,স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।উল্লেখ্য,গত ২৯ জানুয়ারি ২০২৩ তারিখ অপরাহ্নে তিনি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক হিসাবে দায়িত্বভার গ্রহণ করেন।