বগুড়ার শেরপুরে টিএমএসএসের এসইপি প্রকল্পের স্বাস্থ্য সম্মত টয়লেট উদ্বোধন

বগুড়ার শেরপুরে টিএমএসএসের এসইপি প্রকল্পের স্বাস্থ্য সম্মত টয়লেট উদ্বোধন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা  উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক বাস্তবায়িত বিশ্ব ব্যাংকের অর্থায়নে ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের সহায়তায় এসইপি প্রকল্পের আওতায় বগুড়ার বিভিন্ন এলাকায় স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হচ্ছে।এরই ধারাবাহিকতায় ৭ ফেব্রুয়ারী বগুড়া জেলার শেরপুর উপজেলার,শেরপুর পৌরসভা এলাকায় স্বাস্থ্য সম্মত টয়লেট স্থাপন করা হয়।এ উপলক্ষে উদ্বোধনী অনুষ্ঠানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও স্বাস্থ্য সম্মত টয়লেটের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বগুড়ার শেরপুর পৌরসভার মেয়র মোঃ জানে আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংশ্লিষ্ট উপ-প্রকল্পের আওতাভূক্ত প্রকল্পের ফোকাল পার্সন টিএমএসএসের অপারেশন বগুড়া-১ ডোমেইনের,ডোমেইন প্রধান যুগ্ম পরিচালক মোঃ রেজাউল করিম।ওয়ার্কসপে এসইপি প্রকল্পের আওতায় উপ-প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক প্রকল্পের কার্যক্রম বিষয়ের উপর গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপন করেন।উপ-প্রকল্পের কার্যক্রম বাস্তবায়ন কৌশল,পরিবেশসম্মত প্র্যাকটিস,সমস্যা চিহ্নিত করে সমাধান করণ উপকারভোগী ও বিশেষজ্ঞগণের মতামত প্রদানের মাধ্যমে উপ-প্রকল্প গুলি উন্নয়নের দিক নির্দেশনা বিষয় নিয়ে আলোচনা করা হয়।বক্তারা বলেন,পরিবেশ বান্ধব নতুন নতুন উদ্যোগ সাধারণ মানুষের নিকট পৌঁছানোর ব্যবস্থা করতে পারলে পরিবেশ উন্নয়নের সাথে,সাথে মানুষ স্বাস্থ্যকর ও নিরাপদ অবস্থায় বসবাস করতে পারবে।অনুষ্ঠান পরিচালনা করেন প্রকল্পের সমন্বয়কারী ও টিএমএসএস’র সিনিয়র সহকারী পরিচালক আব্দুল কুদ্দুস।অনুষ্ঠানে টিএমএসএসের বগুড়া দক্ষিণ জোন প্রধান মোঃ সানাউল হক,শাখা প্রধান মোঃ আনোয়ার হোসেন,অন্য কর্মকর্তা,পৌরসভার কর্মকর্তা,নানা শ্রেণী পেশার মানুষ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক উপস্থিত ছিলেন।