You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা।। উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক উত্তর জনপদের অর্থনৈতিক সীমাবদ্ধতা বিবেচনায় বিশ্বের সর্বাধুনিক প্রযুক্তিতে ক্যান্সার চিকিৎসায় সঠিক রোগ নির্ধারনে বায়োমলিকুলার ল্যাব স্থাপিত হয়েছে টিএমএসএস মেডিকেল কলেজ ও রফাতুল্লাহ কমিউনিটি হাসপাতালে।টিএমএসএস এর উদ্যোগে ১ শত শয্যা বিশিষ্ট অত্যাধুনিক ল্যাব ও সুযোগ-সুবিধা সহ একটি বহুতল বিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালু হয়েছে।রোটারী ক্লাব অব ইলসান যাইরো অব সিওল,রিপাবলিক অব কোরিয়ার আর্থিক সহায়তায় রোটারী-টিএমএসএস সিকুয়েন্সিং ল্যাব ফর ক্যান্সার টার্গেটের থেরাপী প্রকল্পের আওতায় এ ল্যাব স্থাপিত হয়েছে।টিএমএসএস মেডিক্যাল কলেজে ৭ ফেব্রুয়ারী এ ল্যাব উদ্বোধন করা হয়।টিএমএসএস মেডিক্যাল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন কোরিয়ার সিওল এর রোটারী ক্লাব অব ইলসান যাইরো এর রোটারিয়ান পিপি মিঃ মিয়ং সুপার্ক,রোটারিয়ান জংইয়ং কিম ও রোটারিয়ান ইয়াংইয়া ইয়া প্রমুখ।অনুষ্ঠানে টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম,সাবেক সচিব টিএমএসএস’র পরামর্শক সারোয়ার মাহমুদ,রোটারী ক্লাব অব রমনা রোটারিয়ান পিপি সারোয়ার কামাল,রোটারিয়ান আলাউদ্দিন এ মাজিদ, টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের নির্বাহী পরামর্শক অধ্যাপক ডাঃ মওদুদ হোসেন আলমগীর পাভেল ও টিএমসি এন্ড আরসিএইচ এর পরিচালক অবঃ ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জামিলুর রহমান প্রমুখ।শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএস’র উপ-নির্বাহী পরিচালক-১রোটাটিয়ান ডাঃ মোঃ মতিউর রহমান। বায়োমলিকুলার ল্যাব সম্পর্কে আলোচনা ও প্রেজিন্টেশন উপস্থাপন করেন বায়োমলিকুলার ল্যাব প্রধান এ্যাসিস্ট্যান্ট প্রফেসর ডাঃ আরিফুর রহমান।অনুষ্ঠানটির সার্বিক উপস্থাপন করেন টিএমএসএস স্বাস্থ্য সেক্টরের রিসার্চ প্লানিং এন্ড ডেভলোপমেন্টের কো-অর্ডিনেটর ডাঃ মাহবুব-উর-রহিম।অনুষ্ঠানে হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম ও টিএমএসএসের বিভিন্ন পযার্য়ের উর্ধ্বতন কর্মকর্তাসহ রোটারী ক্লাবের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম উপস্থিত সবাই কে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন,টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে সারা দেশ ব্যাপী সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করছে।এরই ধারাবাহিকতায় আজকের এ ল্যাবের উদ্বোধন একটি স্বরণীয় ঘটনা।তিনি আরো বলেন, শুধুমাত্র উত্তরবঙ্গ নয় সারাদেশের ক্যান্সার রোগীদের এখানে চিকিৎসা নেওয়ার সুযোগ রয়েছে।এখানে চিকিৎসা সেবা নিতে রোগীদের ভোগান্তি ও অতিরিক্ত অর্থ খরচ করে বিদেশে যাওয়ার প্রয়োজন পড়বে না।অস্ট্রেলিয়ার জিং হোল্ডিংস কোম্পানীর কারিগরী সহায়তায় এ বায়োমলিকুলার ল্যাব স্থাপিত হওয়ায় তিনি কোম্পানি ও কর্মকর্তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান। অনুষ্ঠানে টিএমএসএসের বিভিন্ন উপদেষ্টা, নানা কর্মকর্তা, মেডিকেল কলেজের শিক্ষক,শিক্ষার্থী, নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান, নানা শ্রেণি পেশার প্রতিনিধি, এনজিও কর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ,বহুগন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।