You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা। পাবনা দারুল আমান ট্রাস্ট কর্তৃক পরিচালিত পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৯ ফেব্রুয়ারি মাদ্রাসা মাঠ চত্বরে অনুষ্ঠিত হয়।পাবনা ইসলামিয়া মাদ্রাসার অধ্যক্ষ হাফেজ মাওলানা ইকবাল হুসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন পাবনা জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ রুস্তম আলি হেলালি।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পাবনা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান ও পাবনা পৌরসভার কাউন্সিলর আশরাফ আলী প্রামানিক প্রমুখ।পুরস্কার বিতরণ অনুষ্ঠানে দারুল আমান ট্রাস্টের কোষাধ্যক্ষ আবু হানিফ,ট্রাস্টের সদস্য মাওলানা আব্দুর রউফ ও মাদ্রাসার গভর্নিং বোডির সদস্য আশরাফুল আলম হেলাল প্রমুখ উপস্থিত ছিলেন।প্রধান অতিথি রুস্তম আলী হেলালী বলেন,ক্রীড়া মনকে উৎফুল্ল রাখে ও শরীরকে সুস্থ রাখে।শিক্ষার্থীদের পড়ালেখার পাশাপাশি ক্রীড়ায় মনোযোগী হতে হবে।প্রধান অতিথি আরো বলেন,একজন শিক্ষার্থীর স্বাভাবিক বিকাশের জন্য শিক্ষার্থী,অভিভাবক ও প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম।এ ক্ষেত্রে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব পালন করতে হবে।দক্ষ,যোগ্য ও দেশপ্রেমিক নাগরিক গড়ে তুলতে প্রত্যেককেই নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করতে হবে।বিশেষ অতিথি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বলেন,মানুষের শরীরের যেমন পুষ্টির দরকার,তেমনি মনের চাহিদা মেটাতে খেলাধুলার প্রয়োজন।তিনি শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নিয়মিত খেলাধুলা করার পরামর্শ দেন।অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক,শিক্ষার্থী,অভিভাবক,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,রাজনৈতিক নেতৃবৃন্দ,এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা ও সঞ্চালনা করেন মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ।অনুষ্ঠানটি সুষ্ঠু ও সুন্দর ভাবে সমাপ্ত হয়।