ফুলবাড়ীয়া প্রতিনিধি ঃ ময়মনসিংহের ফুলবাড়ীয়া উপজেলার কুশমাইল ইউনিয়ন পরিষদ হল রোমে কুশমাইল ইউনিয়ন ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে বাল্য বিবাহ মুক্ত গ্রাম ঘোষণার প্রারম্বিক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুশমাইল ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন পুলু তিনি বলেন,বাল্যবিবাহ আমাদের দেশে একটি সামাজিক ব্যাধি। বাল্যবিবাহ সাধারণত মেয়েদের ক্ষেত্রেই বেশি হয়। যে কোনো দেশ উন্নত হওয়ার পেছনে নারীর ক্ষমতায়ন অন্যতম হিসেবে বিবেচিত হয়। বাল্যবিবাহের ক্ষেত্রে অনেকগুলো কারণ রয়েছে; যেমন-অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক, দরিদ্রতা ইত্যাদি। সাধারণত দরিদ্র পরিবার তাদের কন্যাসন্তানকে বোঝা হিসেবে অল্প বয়সে বিবাহের কারণে অল্প বয়সেই মেয়েরা গর্ভবতী হয়ে যায়, যা তাদের জীবনের জন্য হুমকিস্বরূপ। এই অবস্থার উত্তরণের জন্য চাই সামাজিক সচেতনতা। কারণ সামাজিকভাবে প্রতিরোধ ছাড়া এটা নির্মূল সম্ভব না। সমাজ থেকে পুরোপুরি নির্মূল করার জন্য আমাদের গ্রামে-গঞ্জে, পাড়ায়-মহল্লায়, শহরে প্রতিরোধ গড়তে হবে সামাজিকভাবে। এর জন্য তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। কারণ তরুণ সমাজ যেখানে এগিয়ে আসে সেটার সফলতা নিশ্চিত থাকে।
বিভিন্ন স্কুল, কলেজ, মাদ্রাসায় গিয়ে সেখানে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের নিয়ে সভা বা সেমিনার করতে হবে। স্থানীয়ভাবে যারা গরীব, অসচ্ছল তাদের কন্যাসন্তানের লেখাপড়ার দায়িত্ব এলাকার বিত্তবান ব্যক্তিদের নিতে হবে আর দেশের সব জায়গায় নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে।
কুশমাইল ইউনিয়নের এপি জুনিয়র জুনিয়র প্রোগ্রাম অফিসার রিমা রেবেকা মুর্মু সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইউপি সদস্যা শারমিন আক্তার, ইউপি সচিব আসাদুজ্জামান,বিভিন্ন ওয়ার্ডের গ্রাম উন্নয়ন ও শিশু ফোরামের সদস্যবৃন্দ।