বগুড়ায় গাক  সিসা-এমইএ’র উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন

বগুড়ায় গাক  সিসা-এমইএ’র উদ্যোগে লাইট ইঞ্জিনিয়ারিং কর্মীদের প্রশিক্ষণ সম্পন্ন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা।।ইউএসএআইডি’র অর্থায়নে আন্তর্জাতিক ভুট্টা ও গম উন্নয়ন কেন্দ্র(সিমিট),জর্জিয়া ইন্সটিটিউট অব টেকনোলজি ও আইডিই কর্তৃক বাস্তবায়িত “সিরিয়াল সিষ্টেম ইনিসিয়েটিভ ফর সাউথ এশিয়া-মেকানাইজেশন এক্সটেনশন অ্যাক্টিভিটি (সিসা-এমইএ) প্রকল্পের আওতায় লাইট ইঞ্জিনিয়ারিং কর্মীদের দক্ষতা উন্নয়নে মাঠ পর্যায়ে বিভিন্ন প্রশিক্ষণ কার্যক্রম বাস্তবায়ন করছে বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম গাক।সিসা-এমইএ ২০১৯ সাল থেকে দেশের বিভিন্ন জেলা বগুড়া, যশোর, ফরিদপুর ও কক্সবাজার জেলা সমূহে লাইট ইঞ্জিনিয়ারিং সেক্টরের উৎপাদন সক্ষমতা বৃদ্ধিতে সরকারি উদ্যোগের সহযোগী হিসাবে কাজ করছে।যার মূল লক্ষ্য আধুনিক, শ্রম ও ব্যয়-সাশ্রয়ী কৃষি যন্ত্র ও যন্ত্রাংশ তৈরির জন্য কৃষি যন্ত্রপাতি উৎপাদন শিল্পের সক্ষমতা বৃদ্ধি করা।কর্মীদের দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে আধুনিক মেশিন ব্যবহার, উৎপাদন,প্রক্রিয়াজাতকরণ,নতুন বাজার তৈরি,বিনিয়োগকারী তৈরি ও আর্থিক সেবাগুলিতে এ শিল্পে জড়িত উদ্যোক্তাদের প্রবেশগম্যতাকে আরও সহজ করার মাধ্যমে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়ানো।সে লক্ষ্যে লাইট ইঞ্জিনিয়ারিং শিল্পে দেশের সর্ববৃহৎ হাব বগুড়া জেলায় চলতি বছরে সেপ্টেম্বর’২০২৩ পর্যন্ত মেশিনারিজ প্রশিক্ষণ ০৮ ব্যাচ, ফাউন্ড্রী প্রশিক্ষণ ০৬ ব্যাচ, মহিলাদের স্পেশাল ফাউন্ড্রী প্রশিক্ষণ ০১ ব্যাচ,মহিলাদের পেইন্টিং প্রশিক্ষণ ০৩ ব্যাচ, মহিলাদের গ্রাইন্ডিং ও ফেটলিং প্রশিক্ষণ ০৪ ব্যাচ সর্বমোট ২২ ব্যাচে ৪৪০ জন শ্রমিকের দক্ষতা উন্নয়ন প্রাশিক্ষণ আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে।এরই ধারাবাহিকতায় ১৮ ফেব্রুয়ারী মেশিনারিজ প্রশিক্ষণের ১২ দিনব্যাপী ২য় ব্যাচ (১৩ জানুঃ থেকে ১৮ ফেব্রুঃ) বগুড়ার সূত্রাপুর হক মেটাল ওয়ার্কসে আনুষ্ঠানিক ভাবে প্রশিক্ষণ সম্পূর্ণ হয়।প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রশিক্ষনার্থীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনা ও পরামর্শ মূলক বক্তব্য দেন এবং সার্টিফিকেট বিতরণ করেন বগুড়া জেলার বিসিকের উপমহাব্যবস্থাপক এ,কে,এম. মাহফুজুর রহমান।গ্রাম উন্নয়ন কর্ম (গাক) প্রতিনিধি হিসাব উপস্থিত ছিলেন গাকের সমন্বয়কারী-কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন সরদার।সিসা এমইএ’র পক্ষে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার এ.এন.এম আরিফুর রহমান, মেশিনারি ডেভেলপমেন্ট অফিসার,মোছাঃ উম্মে হানি,মেশিনারি ডেভেলপমেন্ট অ্যাসিস্ট্যান্ট,বগুড়ার হক মেটাল ওয়ার্কসপের স্বত্বাধিকারী তানভীর হক রনী,গাকের ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার মোঃ রিয়াদ আল মাহমুদ ও তাসনিম আক্তার প্রমুখ।
কর্মশালায় প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ পরিচালনা করেন বিটাক বগুড়ার সহকারী প্রকৌশলী আবু রায়হান লিটন।সমাপনী পর্বে ২০ জন প্রশিক্ষনার্থীকে সনদ বিতরণ ও আর্থিক সহায়তা প্রদানের মধ্য দিয়ে ১২ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সমাপ্ত করা হয়।এ সময় বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা,প্রতিনিধি,এলাকাবাসী,এনজিও কর্মী,প্রশিক্ষণার্থী,নানা শ্রেণি পেশার মানুষ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।