You must need to login..!
Description
আঃ খালেক পিভিএম,পাবনা।। জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে পাবনা ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত মাদ্রাসায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালিত হয়।সকাল থেকে র্যালি,পুস্পস্তবক অর্পণ, আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।২১ফেব্রুয়ারি,মঙ্গলবার,মাদ্রাসায় আলহাজ্ব আছির উদ্দিন সরদার অডিটোরিয়ামে রসায়ন বিভাগের প্রভাষক কামরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রিন্সিপ্যাল আলহাজ হাফেজ মাওলানা ইকবাল হোসেন।তিনি আলোচনা সভায় ২১ ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন ইসলামিয়া মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা আব্দুল লতিফ,শিক্ষক প্রতিনিধি রফিকুল আলম রঞ্জ ও আব্দুল্লাহ আরিফ প্রমুখ। আলোচনা শেষে ১৯৫২ সালের ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।এ সময় মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী,কর্মচারী,আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।