বগুড়াসহ সারা দেশে টিএমএসএসের মাতৃভাষা দিবস উৎযাপন

বগুড়াসহ সারা দেশে টিএমএসএসের মাতৃভাষা দিবস উৎযাপন

BMTV Desk No Comments

আঃ খালেক পিভিএম,পাবনা।।

জাতীয় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উৎযাপন উপলক্ষে উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী জাগরণের পথিকৃৎ অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম প্রতিষ্ঠিত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএস কর্তৃক বগুড়াসহ সারা দেশের টিএমএসএসের আওতাধীন পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,দাতব্য চিকিৎসা কেন্দ্র,ইয়াতিম খানা,মাদ্রাসা ও সকল সামাজিক ও মানবিক সেবা মূলক প্রতিষ্ঠান আয়োজিত বিভিন্ন কর্মসূচির মাধ্যমে যথাযথ মর্যাদার সাথে দিবসটি পালিত হয়।বগুড়ার টিএমএসএস ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সারা দেশের টিএমএসএস পরিচালিত প্রতিষ্ঠানের জাতীয় শহীদ দিবসের কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।আন্তর্জাতিক মাতৃভাষা ও শহীদ দিবসের কর্মসূচির উদ্বোধন করেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।ড.হোসনে আরা বেগমের নেতৃত্বে সকালে টিএমএসএস চত্বরের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ শেষে টিএমএসএস মাঠ চত্বরে আলোচনা সভা,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সভায় সভাপতিত্ব করেন।তিনি আলোচনা সভায় ২১ ফেব্রুয়ারির তাৎপর্য তুলে ধরে বক্তব্য দেন।আলোচনা সভায় টিএমএসএসের বিভিন্ন কর্মকর্তা,উপদেষ্টা,পরিচালনা পর্ষদের পরিচালক,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান ও মোঃ আঃ হান্নান প্রমুখ উপস্থিত ছিলেন।আলোচনা শেষে ১৯৫২ সালের ভাষা শহীদদের রুহের মাগফেরাত কামনা করে দোয়া পরিচালিত হয়।এ সময় টিএমএসএস পরিচালিত বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও দাতব্য প্রতিষ্ঠানের শিক্ষক,শিক্ষিকা শিক্ষার্থী,কর্মচারী,আমন্ত্রিত গন্যমান্য ব্যক্তিবর্গ,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।টিএমএসএসের অপারেশন নাটোর ডোমেইন,রংপুর ডোমেইন সহ সারা দেশের সকল ডোমেইনের আওতাধীন পরিচালিত সকল শাখা,এরিয়া ও জোন কর্তৃক দিবসটি যথাযথ মর্যাদায় পৃথক পৃথক ভাবে পালিত হয়।