You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ বাংলাদেশ উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ময়মনসিংহ আঞ্চলিক কেন্দ্রে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৩ উদযাপন করা হয়। সকালে আঞ্চলিক পরিচালক জনাব মো: মনজুরুল হক এর নেতৃত্বে কর্মকর্তা ও কর্মচারীগণ কালো ব্যাজ ধারণ করেন। সকাল ৬.৩০ মিনিটে জাতীয় পতাকা অর্ধনমিত ও কালো পতাকা উত্তোলন করেন। অতপর ময়মনসিংহ কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। আঞ্চলিক কেন্দ্রের ক্যাম্পাসে ব্যানার টানিয়ে এবং বর্ণমালা দিয়ে শোভিত করে স্বীয় মাতৃভাষাকে রাষ্ট্রীয় মর্যাদায় প্রতিষ্ঠার লক্ষ্যে ১৯৫২ এর ২১ ফেব্রুয়ারী মার্তৃভাষার বিজয় অর্জনে ভাষার অধিকার রক্ষায় আত্মত্যাগকারী শহিদদের স্মরণ করা হয়।