ঢাকার বারডেম হাসপাতাল চেয়ারম্যানের সাথে ড.হোসনে আরা বেগমের মতবিনিময়

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা।।
বাংলাদেশ ডায়াবেটিক সমিতির প্রতিষ্ঠাতা মরহুম ডাক্তার মোহাম্মদ ইব্রাহিম এর একমাত্র জামাতা ঢাকার বারডেম হাসপাতালের চেয়ারম্যান প্রফেসর ডাঃ এ কে আজাদ খান এর সাথে উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের কর্নধার দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেন।ঢাকার শাহবাগের বারডেম কর্পোরেট অফিস কার্যালয়ে সম্প্রতি মতবিনিময় অনুষ্ঠিত হয় মতবিনিময়ে উভয়ই তাঁদের ব্যক্তিগত ও শারীরিক খোঁজ খবর নেন।পরে টিএমএসএস পরিচালিত বিভিন্ন সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান, টিএমএসএসের অধীন পরিচালিত টিএমএসএস মেডিকেল কলেজসহ সকল প্রতিষ্ঠানের বিষয়ে প্রফেসর ডাঃ এ কে আজাদ খান কে অবহিত করা হয়।আলোচনা ও মতবিনিময় শেষে ডাঃ এ কে আজাদ খান ও অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম ঢাকার শাহাবাগস্থ বারডেম কর্পোরেট অফিস থেকে বারডেম-২ সেগুনবাগিচায় রোগীর দেখার জন্য তাঁরা হেটে,হেটে চেম্বারের দিকে যাচ্ছেন।ডাঃ এ কে আজাদ খান জানান তিনি ৮৪ বছর বয়সে নিয়মিত এভাবেই চার থেকে পাঁচ কিঃমিঃ পায়ে হেটে যাতায়াত করেন।তাঁরা দুজন হাঁটার সময় বিভিন্ন সামাজিক,মানবিক কর্মকান্ড ও প্রতিষ্ঠান নিয়ে আলাপ চারিতা করছেন।পায়ে হেটে যাওয়ার সময় টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও বাংলাদেশ ডায়াবেটিক সমিতির আজীবন সদস্য অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম তাঁর নিজের হাঁটার কথাও ডাঃ এ কে আজাদ খানকে জানান।এ সময় টিএমএসএসের নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার