মোমেনশাহী সমাজসেবা ঐক্য পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকীতে গুণীজনদের সম্মননা ও নাশীদ মাহফিল অনুষ্ঠিত

image

You must need to login..!

Description

স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ মোমেনশাহী সমাজসেবা ঐক্য পরিষদের ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গুণীজনদের সম্মননা ও নাশীদ মাহফিল গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় নওমহল সানফ্লাওয়ার প্রিক্যাডেট এন্ড হাই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে।

নওমহল বড় মসজিদের ইমাম ও খাতব মুফতি আবদুল আওয়াল এর সভাপতিত্বে ও ইমাম মুফতি সোহাইল আহমেদ সহ সভাপতিত্বে উলামায়ে কেরামদের অংশ গ্রহণে এক আলোচনা সভা ও গুণীজন সম্মাননা প্রদান করা হয়। অনুষ্ঠানে উলামায়ে কেরামদের মধ্যে হযরত মাওলানা আবদুর রহমান হাফেজ্জী,  বড় মসজিদের ইমাম হযরত মাওলানা আবদুল হক, হযরত মাওলানা আনোয়ারুল হক, হযরত মাওলানা মুফতি মাহবুবুল্লাহ, হযরত মাওলানা মুফতি মুহাম্মাদুল্লাহ। এছাড়া আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় কাউন্সিলর ফরহাদ আলম, নাফিসা গ্রুপের ব্যবস্থা্পনা পরিচালক শামীম মিয়া ও আল মাসুদ গ্রুপের ব্যবস্থা্পনা পরিচালক আলহাজ্ব মুখসেদুর রহমান(মুখসেদ)। ক্বেরাত পরিবেশন করবেন আবু সালেহ মোঃ মুসা । নাশীদ পরিবেশন করেন আবু রায়হান, শেখ সাঈদ, ইউসুফ বিন মুনীর, শাদমান ইবনে শহীদ।,   অনুষ্ঠান উপস্থাপনায় ছিলেন ওয়ালিউল ইসলাম।

সংগঠনের সভাপতি মুফতি আল-আমিন জানান, মোমেনশাহী সমাজসেবা ঐক্য পরিষদ একটি স্বেচ্ছাসেবী সংগঠন গরীব, দুঃখী, অসহায় মানুষের কল্যাণে ২বছর আগে করোনা কালীন সময়ে প্রতিষ্ঠিত হয়। সেই সময় বিনা মুল্যে চিকিৎসা, ঔষুধপত্র, করোনার সুরক্ষা সামগ্রী প্রদানের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। বর্তমানে ৪৫ জন স্বেচ্ছাসেবী রয়েছে। নিজেরা অর্থ সংগ্রহ করে গত ঈদে ৩’শ গরীব পরিবারকে সেমাই, চিনিসহ  ঈদের খাদ্য সামগ্রী, জামা কাপড় প্রদান করা হয়েছে। ৫’শ পরিবারকে ৩কেজি করে মাংস, ৫কেজি চাল, পেয়াজ, রসুন, তেলসহ খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। পরিষদের সাধারণ সম্পাদক মাওঃ মাহবুবুর রহমান জানান, এধরনের সাহা্য্য সহযোগিতা আমরা অব্যাহত রাখবো। সমাজসেবা থেকে রেজিস্ট্রেশন নিয়ে বৃহত্তর পরিসরে মানুষের কল্যানে কাজ করার পরিকল্পনা রয়েছে।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার