মেধা যাচাই সম্মাননা-২০২৩ পেলেন আনিসা তাহসিন তজবী
February 24, 2023
153
No Comments
You must need to login..!
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ
মেধা যাচাই সম্মাননা-২০২৩ পেলেন ভালুকা মাস্টারবাড়ী, জামিরদিয়ার আব্দুল গণি মাস্টার একাডেমির দ্বিতীয় শ্রেনীর ছাত্রী আনিসা তাহসিন তজবী । সে পড়ালেখা কাজের প্রতি মনোযোগিতা এবং শ্রেণিকক্ষের শিক্ষক-ছাত্রছাত্রীদের সাখে ভাল আচরণ, সব দিক মিলিয়ে এ্ই সন্মাননা পেয়েছে। একাডেমীর প্রধান শিক্ষক দারুল ইসলাম তাকে সন্মাননা ক্রেস্ট প্রদান করেন। তার পিতা ভালুকায় সিটিজেন ব্যাংকের কর্মকর্তা আনোয়ারুল হক ও মাতা ফাতেমা রোকসানা আব্দুল গণি মাস্টার একাডেমির সহকারী শিক্ষককের প্রথম কন্যা। তজবীর বাবা-মা, দাদা-দাদী চাচা ও ফুফুরা সকলের কাছে দোয়া চেয়েছেন।