স্টাফ রিপোর্টারঃ প্রবীন আওয়ামী রাজনীতিবিদ ময়মনসিংহ শহরের ছোট বাজারের চুনপট্রীর বিশিষ্ট ব্যবসায়ী ননী ভৌমিক ২৫ ফেব্রুয়ারী রাত ২ টায় পরলোক গমন করেন। পরলোক গমন করা সময়ে তিনি স্ত্রী, ২ কন্যা ও এক পুত্র সন্তানসহ বহু আতœীয় স্বজন ও গুনাগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স ছিলো ৭৩ বছর।
একইদিনে দুপুর বারোটায় তার দাহ করা হয়। এসময় স্থানীয় কাউন্সিলর ফারুক হাসান, বিশিষ্ট রাজনীতিবিদ প্রদীপ ভৌমিক, বিশিষ্ট সাংবাদিক নিজাম মল্লিক নিজু, ৮ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি নিহার রজ্ঞন দে, মহানগর কৃষকলীগের সাধারন সম্পাদক মোঃ আবুল হাসেম রায়হান, হকার্স মার্কেট ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি মোঃ মোকলেসুর রহমানসহ বহুসংখক গুনগ্রাহী উপস্থিত থেকে দাহ করেন। তার মূখোঅগ্নী করেন একমাত্র পুত্র দৈনিক উর্মিবাংলা প্রতিদিন পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক সুমন ভৌমিক।