ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ- ময়মনসিংহের ধোবাউড়ায় চলতি বুরো মৌসুমে শত্রুতার জেরে বিএডিসির লাইসেন্স প্রাপ্ত সেচ মালিক পানি না দেওয়ায় কৃষি বঞ্চিত হয়ে বিপকাকে দক্ষিণ মাইজপাড়া গ্রামের আবুল কালামের স্ত্রী হাজেরা খাতুন নামে এক নারী কৃষক।রনিজের জমির চারপাশে ধানি জমিতে পানি থৈ থৈ করলেও তার জমিতে পানির অভাবে এখনো হাল চাষ করতে পারেন নি। পানি পাবার আশায় এলাকার জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দের কাছে বার বার অভিযোগ করলেও অদৃশ্য ক্ষমতাবলে এই নারী কৃষককে পানি দিচ্ছে না উপজেলার দক্ষিণ মাইজপাড়া গ্রামের মৃত জনাব আলী ফরাজীর ছেলে সেচ মালিক নজরুল ইসলাম। পানি না পেয়ে তিনি উপজেলা নির্বাহী অফিসার কার্যালয়ে সেচ মালিকের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। লিখিত অভিযোগ দায়ের করার পরও বিষয়টি আমলে নেয়নি উপজেলা প্রশাসন। পনি না দেওয়ায় দরিদ্র এই নারী কৃষক শেষ অবলম্বন ৩০শতাংশ জমিতে চলতি বুরো মৌসুমে কোন চাষাবাদ করতে পারছেন না।ক্ষোভ প্রকাশ করে এই কৃষাণী বলেন, আমার সাথে শত্রুতা থাকার জের ধরে আমাকে পানি দিচ্ছে না একই গ্রামের সেচ মালিক নজরুল ইসলাম। তাকে পানি দেওয়ার কথা বলিলে সে আমাকে উল্টো গালিগালাজ করে হুমকি দেয়। আমি এলাকার মেম্বার ও নেতৃবৃন্দের জানিয়েও পানি নিতে পারছি না। উপজেলা নির্বাহী অফিসারের কাছেও লিখিত অভিযোগ দিলাম ওখান থেকেও কোন পদক্ষেপ গ্রহন করা হয়নি। এ ব্যপারে উপজেলা নির্বাহী অফিসারের সাথে মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ করা সম্ভব হয় নি।