ধোবাউড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ধোবাউড়ায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

BMTV Desk No Comments

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ- nময়মনসিংহের ধোবাউড়ায় প্রাণিসম্পদ ও ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর সহযোগীতায় প্রাণিসম্পদ অধিদপ্তর কর্তৃক আয়োজিত দিনব্যাপী “প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২৩” অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলা প্রাণীসম্পদ কার্যালয় মাঠে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) ফাতেমা জান্নাতের সভাপতিত্বে প্রাণী সম্পদ কর্মকর্তা এস এম ছামিউল আওয়ালের সঞ্চালনায় গরু, ছাগল, ভেড়াসহ বিভিন্ন খামারীদের অংশগ্রহনে আলোচনা সভা ও গৃহপালিত প্রাণী প্রদর্শনী অনুষ্টিত হয়। আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনীতে বরাদ্দকৃত ষ্টলে উপজেলার সাত ইউনিয়ন থেকে আগত খামরীবৃন্দ ডেইরী, ছাগল, ভেড়া, পোল্ট্রি, খরগোশ, কবুতরসহ বিভিন্ন জাতীয় গৃহপালিত প্রাণি নিয়ে অংশ গ্রহন করেন। এসময় আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সহ-সভাপতি অধ্যক্ষ হেলাল উদ্দিন, জেলা পরিষদ সদস্য ও উপজেলা প্রেসক্লাবের সভাপতি জালাল উদ্দিন সোহাগ, থানা অফিসার ইনচার্জ টিপু সুলতান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা খাতুন, ট্রাইবাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের চেয়ারম্যান এডওয়ার্ড নাফাকসহ প্রানী সম্পদ কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

LATEST POSTS