আঃ খালেক পিভিএম,পাবনা।। বিশ্ব-ব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের আর্থিক ও কারিগরি সহযোগিতায় উত্তর জনপদের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম (গাক) কর্তৃক বাস্তবায়নাধীন সাসটেইনেবল এন্টারপ্রাইজ প্রজেক্ট (এসইপি) প্রকল্পের আওতায় ২৭ ফেব্রুয়ারি বগুড়ার বনানী গাক সংস্থার প্রধান কার্যালয়ের গাক টাওয়ারের কনফারেন্স হল রুমে বগুড়ায় কৃষি যন্ত্রাংশ উৎপাদন খাতের সহিত জড়িত উদ্যোক্তাদের অংশ গ্রহনে দিনব্যাপি“হিসাব ও ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ক” প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন ও প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন মোঃ জিয়া উদ্দিন সরদার,গাকের সমন্বয়কারী কমিউনিকেশন এন্ড ডকুমেন্টেশন কর্মকর্তা মোঃ জিয়া উদ্দিন সরদার।প্রধান অতিথি বলেন,এসইপি প্রকল্পের মাধ্যমে গ্রাম উন্নয়ন কর্ম (গাক) বগুড়ায় কৃষি যন্ত্রাংশ ও সরঞ্জামাদি খাতে জড়িত উদ্যোক্তাদের ব্যবসা টেকশই ও পরিবেশবান্ধব করার লক্ষে উদ্যোক্তাদের মধ্যে সহজ শর্তে ঋণ সুবিধা প্রদান করছে।উদ্যোক্তাদের মধ্যে ঋণ সুবিধার পাশাপাশি প্রকল্পের অন্তর্ভূক্ত সদস্যদের পরিচালিত কারখানার শ্রমিকদের স্বাস্থ্য সুরক্ষায় বিভিন্ন পদক্ষেপ গ্রহন,কারখানার মালিক ও শ্রমিকদের দক্ষতা উন্নয়নে বিভিন্ন প্রশিক্ষণ আয়োজন, মডেল ওয়ার্কশপ স্থাপন,কমন সার্ভিস সেন্টার স্থাপন,শ্রমিক-কর্মচারীদের ব্যবহারের জন্য ক্লাস্টার ভিত্তিক টয়লেট স্থাপন, ফাউন্ড্রারী কারখানার সৃষ্ট বর্জ্য হতে ব্লক ও ব্রিকস নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রম মাঠপর্যায়ে বাস্তবায়ন করছে প্রশিক্ষণে কৃষি যন্ত্রাংশ উৎপাদন, বিপণন ও ব্যবহারে জড়িত উদ্যোক্তাদের ব্যবসা পরিচালনার জন্য হিসাব ব্যবস্থাপনার পদ্ধতি ও সহজভাবে ডিজিটাল পদ্ধতিতে ব্যবসার হিসাব ব্যবস্থা পরিচালনার যাবতীয় পদ্ধতির কৌশল বিষয়ে“হিসাব ও ব্যবসায় ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ”প্রদান করেন গাকের অর্থ ও হিসাব বিভাগের উপ-পরিচালক মোঃ রাফিউল ইসলাম।
ডিজিটাল পদ্ধতিতে“টালিখাতা ও S Manager”এ্যাপস ব্যবহার করে ঝুঁকিমুক্ত ও নিরাপদভাবে ব্যবসার হিসাব সংরক্ষন বিষয়ে প্রশিক্ষণ প্রদান করেন গাকের এসইপি প্রকল্পের ডকুমেন্টেশন অফিসার মোঃ শাখাওয়াৎ হোসেন।উদ্যোক্তাদের মাঝে পরিবেশ সচেতনতা ও নিজ,নিজ উদ্যোগের পরিবেশ অনুশীলন কার্যক্রম বাস্তবায়ন বিষয়ে আলোচনা করেন গাকের পরিবেশ কর্মকর্তা মোঃ সম্রাট আলী।অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন টেকনিক্যাল অফিসার মোঃ হাসান সাদিক, প্রোকিউরমেন্ট অফিসার মোঃ মাসুদ রানা, এসইপি,গাক সহ সংস্থার কর্মকর্তাবৃন্দ প্রশিক্ষনার্থীগণ এ ধরনের প্রশিক্ষণ আয়োজন করার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন সেই সাথে আগামী দিনে পরিবেশ অণুশীলন চর্চার মাধ্যমে নিজেদের কর্মক্ষেত্রে উন্নত পরিবেশ গড়ে উঠবে বলে আশা করেন।কর্মশালায় সুবিধা ভোগী সদস্য,গাকের বিভিন্ন কর্মকর্তা,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।উল্লেখ্য কর্মশালা অনুষ্ঠানটি পরিচালনা ও সঞ্চালনা করেন প্রকল্প ব্যবস্থাপক মোঃ সাইফুল ইসলাম।