You must need to login..!
Description
পাবনা প্রতিনিধি : আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক পরিচালনা পর্ষদের সাবেক পরিচালক,ঢাকার সফেন ফাউন্ডেশনের জীবন সদস্য,টিএমএসএসের ইন্টারন্যাল ইন্টেলিজেন্ট প্রতিনিধি,দৈনিক বাংলাদেশ সমাচার প্রতিনিধি,পাবনা সদর উপজেলার দুবলিয়া গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান খান স্মৃতি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা মোঃ আঃ খালেক খান পিভিএম ও সাঁথিয়া ছোন্দাহ স্কুল এন্ড কলেজের সমাজ বিঞ্জান বিভাগের প্রভাষক মোছাঃ রোজিনা খাতুন বিভিএম এদের একমাত্র মেয়ে খুশবু খেয়া ট্যালেন্টপুলে প্রাথমিক বৃত্তিলাভ করেছে।খুশবু খেয়া পাবনা সদর উপজেলার সাদুল্লাপুর ইউনিয়নের দুবলিয়া হাই কেয়ার কিন্ডারগার্টেন স্কুল থেকে ২০২২ সালের প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহন করেছিল।গত ২৮ মার্চ মঙ্গলবার সকালে ঘোষিত প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফলে খুশবু খেয়া ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করে।ফলাফল প্রকাশিত হওয়ার পর ফলাফল নির্ধারনে ভুল ধরা পড়ায় প্রাথমিক ও গনশিক্ষা মন্ত্রনালয় ও অধিদপ্তর ওই দিন বিকালে সেই ফলাফল স্থগিত করে।পরদিন ১ মার্চ বিকালে মন্ত্রনালয় ও অধিদপ্তর পূনঃ মূল্যায়ন শেষে ২০২২ সালের প্রাথমিক বৃত্তির চুড়ান্ত ফলাফল ঘোষণা করে।ওই ফলাফল শীট থেকে প্রাপ্ত তথ্যে জানা গেছে,খুশবু খেয়া ট্যালেন্টপুলে বৃত্তিলাভ করেছে।সে ও তার পিতা-মাতা সকলের দোয়া প্রার্থী।খুশবু খেয়া প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি লাভ করায় তার বাবা মোঃ আঃ খালেক খান ও মাতা মোছাঃ রোজিনা খাতুন খুশবু খেয়ার জন্য সবার কাছে দোয়া কামনা করেন।