প্রধান শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার

প্রধান শিক্ষকের অবহেলায় শিক্ষার্থীরা ভোগান্তির শিকার

BMTV Desk No Comments

ইস্রাফিল হোসাইন পাপ্পু, ধোবাউড়া থেকে,  ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা মেকিয়ারকান্দা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলায় এক শিক্ষার্থী ভোগান্তির শিকার সহ মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে। ভুক্তভোগী শিক্ষার্থীর নাম কানন প্রিয়া সে বাঘবেড় ইউনিয়নের ডোমঘাটা গ্রামের আসর আলীর কন্যা ও মেকিয়ারকান্দা উচ্চ বিদ্যালয় থেকে ২০২২ সালের এসএসসি পরিক্ষায় উত্তির্ণ শিক্ষার্থী। শিক্ষার্থী কানন জানায়, ২০২২ সালে এস এসসি বোর্ড পরীক্ষায় উত্তীর্ণ হলেও চেষ্টা করেও প্রতিষ্টান থেকে মূল মার্কসিট পাচ্ছিলামনা এর পরেও পুলিশ কনস্টেবল পদে আবেদন করি পরীক্ষার ৩য় দিনে মূল মার্কসিট নিয়ে আসতে বললে আমি না আনতে পেরে পুলিশের চাকরীর আশা ছেড়ে দেই। এবং গেইটে আটকে দেয়, অনেক রিকুয়েষ্ট করার পর সময় দেয় তাৎক্ষনিক আমার বড় ভাই রওনা দেয় এতে আমি মানসিক ভাবে ভেঙ্গে পড়ি। ২৮ নবেম্বর ২২ ইং এস এসসির ফল প্রকাশ হলে ও অদ্যাবধি পর্যন্ত মুল মার্কসিট মেকিয়ারকান্দা উচ্চ বিদ্যালয় রিসিভ না করায় যেকোন প্রয়োজনে পাচ্ছেনা শিক্ষার্থীরা। এতে অভিবাভকদের মাঝেও অসন্তোষ দেখা দিয়েছে। এ ছাড়াও প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে না আসা বিদ্যালয় ছুটির নির্ধারিত সময়ের পুর্বেই ছুটি দিয়ে বিদ্যালয় ত্যাগ করা স্কুল পরিচালনা কমিটির জটিলতার অভিযোগ উঠেছে ঐ শিক্ষকের বিরুদ্ধে। সাবেক ম্যানেজিং কমিটির সদস্যরা জানান, নিয়মিত স্কুলে থাকেন না আসলে নির্ধারিত সময় হওয়ার পুর্বেই ছুটি দিয়ে চলে যায়। বিষয়টি প্রধান শিক্ষকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, স্কুল থেকে উপজেলা সদর অনেক দূর তাই নিয়মিত যাওয়া হয়না। কেন্দ্র সচিব আমিনুল ইসলাম বলেন, অন্যান্য প্রতিষ্ঠান মূল মার্কসিট নিলেও মেকিয়ারকান্দা উচ্চ বিদ্যালয় নেয়নি এটা তাদের ব্যর্থতা। এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার গোলাম আজমের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, অবশ্যই তাদের কাছে চিঠি এসেছে যদি এমনটি হয়ে থাকে তাহলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অবহেলায় বলব।