You must need to login..!
Description
স্টাফ রিপোর্টার, বিএমটিভি নিউজঃ গত ২৪ ঘন্টায় ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে ১৫ জন আসামীদেরকে গ্রেফতার করেছে।
কোতোয়ালী মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ জানান, পুলিশ সুপার মাছুম আহাম্মদ ভুঞা এর নির্দেশে আইন শৃংখলা নিয়ন্ত্রণ, চুরি ছিনতাই ডাকাতি ও মাদক প্রতিরোধসহ আদালতের পরোয়ানা ভুক্ত ও সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে চলমান মামলা সমুহ অল্প সময়ের মধ্যে নিষ্পত্তি করতে কোতোয়ালি পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে গত ২৪ ঘন্টায় পৃথক অভিযানে ১৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
এসআই (নিঃ) রুবেল মিয়া এর নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার ট্রাংক পট্টি রোডস্থ গোলন্দাজ মার্কেটের সামনে সরকারী পাকা রাস্তার উপর হতে মাদক মামলার আসামী মনির হোসেন ওরফে জুম্মন (৩৫), পিতা-মৃত আজম হোসেন, মাতা-সাহিদা খাতুন, সাং-স্বদেশী বাজার,(যাদব লেহেরী লেন) এ/পি- ২ নং হেজবুল্লাহ রোড, জনৈক সুরুজ্জামান এর বাসার ২য় তলার ভাড়াটিয়া ,থানা- কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয় এবং তাহার নিকট হইতে ০৫(পাঁচ) গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
এসআই (নিঃ) মনিতোষ মজুমদার এর নেতৃত্বে এঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ রেলস্টেশন এলাকা হতে বিস্ফোরক মামলার আসামী কামাল হোসেন (৪১), পিতামৃতঃ শফি উদ্দিন @ ছফির উদ্দিন, সাং-শম্ভুগঞ্জ নলুয়াপাড়া, থানা-কোতোয়ালী, ময়মনসিংহ’কে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) উমর ফারুক এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার চরপাড়া মোড়ে সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলার আসামী মোঃ সোহাগ (৩০), পিতামৃত-তারা মিয়া, সাং-আকুয়া হাবুন বেপারী মোড়, থানা-কোতোয়ালী, জময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) জহিরুল ইসলাম এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ বাজার তিন রাস্তার মোড় ট্রাফিক বক্সের সামনে সরকারী পাকা রাস্তার উপর হইতে অন্যান্য মামলার আসামী নারায়ন চন্দ্র বিশ্বাস (৪১), পিতামৃত-সুনীল চন্দ্র বিশ্বাস, , সাং-বিশরপাশা (জগন্নাথ মন্দির সংলগ্ন), আমিনুল ইসলাম (৪২), পিতামৃত-সুরুজ আলী, সাং-ডোয়ারিয়া কোনা, উভয় থানা-কমলাকান্দা, জেলা-নেত্রকোনাদ্বয়কে গ্রেফতার করা হয়।
এএসআই (নিঃ) শামীমুল হাসান এর নেতৃত্বে অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার বলাশপুর পালপাড়া সাকিনস্থ জনৈক চঞ্চল মিয়া অটো গ্যারেজের পিছনে ফাকা জায়গায় হতে অন্যান্য মামলার আসামী রনি (৪৫), পিতামৃত-ফয়েজ উদ্দিন, দুলাল মিয়া (৪০), পিতামৃত-আঃ মজিদ, আঃ রউফ (২৮), পিতা-আঃ হেকিম, সর্ব সাং-বলাশপুর পালপাড়া, শহিদুল ইসলাম (৪০), পিতামৃত-সাহেদ আলী, সাং-কৃষ্টপুর দক্ষিনপাড়া, সর্ব থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) আমিরুল ইসলাম নেতৃত্বে একটি টীমঅভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার কেওয়াটখালী মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলা্র আসামী আতিকুল ইসলাম (৫০), পিতামৃত-জব্বর আলী, সাং-রাজা বাড়ী কাঠাল, থানা-ত্রিশাল, এপি/সাং-চর কালিবাড়ী, থানা-কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
এসআই (নিঃ) নুর ইসলাম নেতৃত্বে একটি টীম অভিযান চালিয়ে ময়মনসিংহ কোতোয়ালী মডেল থানার শম্ভুগঞ্জ মোড় সরকারী পাকা রাস্তার উপর হতে অন্যান্য মামলা্র আসামী দুলাল মিয়া (৪৫), পিতামৃত-গিয়াস উদ্দিন, সাং-চর বড়বিলা, কোতোয়ালী, ময়মনসিংহকে গ্রেফতার করা হয়।
ইহা ছাড়াও এএসআই(নিঃ)সোহরাব হোসেন, হুমায়ুন কবির, আমিরুল ইসলাম প্রত্যেকে থানা এলাকায় পৃথক পৃথক অভিযান চালিয়ে ০১জিআর ও ০৩টি সিআর সর্ব মোট ০৪টি বডি তামিল করেন।
জিআর গ্রেফতারী পরোয়ানায় আনোয়ার হোসেন, সিআর গ্রেফতারী পরোয়ানায় মনির হোসেন মন্ডল, মোছাঃ রাবিয়া খাতুন, মোছাঃ লতিফাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীদেরকে বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে।