আঃ খালেক পিভিএম,পাবনা বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক আয়োজিত ঝালকাঠি জেলার স্থানীয় জনগণ ও আনসার-ভিডিপি সদস্যদের মধ্যে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে।জেলার সদর উপজেলার ১০নং নথুল্লাবাদ ইউনিয়নের বারৈয়ারা গ্রামের নথুল্লাবাদ মাধ্যমিক বিদ্যালয় মাঠ চত্বরে ১১ মার্চ চিকিৎসা সেবা প্রদান করা হয়।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ ও ঝালকাঠি জেলা কমান্ড্যান্ট এর কার্যালয় যৌথভাবে এ চিকিৎসা সেবা প্রদানের আয়োজন করে।ঝালকাঠি জেলার সিভিল সার্জন কার্যালয়ের ৫ জন বিশেষজ্ঞ চিকিৎসক ও বরিশাল রেঞ্জ কার্যালয়ের সংযুক্ত একজন চিকিৎসক চিকিৎসা সেবা প্রদান করেন।উপস্থিত রোগীদের মধ্যে শিশুরোগ,গাইনি,সার্জারি,মেডিসিন ও হৃদরোগ বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা
বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বিভিন্ন দিক নির্দেশনা মূলক বক্তব্য দেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জের,রেঞ্জ কমান্ডার মোঃ আশারাফুল আলম।বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশালের জেলা কমান্ড্যান্ট বাসুদেব ঘোষ ও ঝালকাঠির জেলা কমান্ড্যান্ট মোঃ আলমগীর হোসেন সরদার প্রমুখ।
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর বরিশাল রেঞ্জ কমান্ডার মোঃ আশরাফুল আলম বলেন,আমাদের প্রত্যন্ত অঞ্চলে অনেক সময় ভালো চিকিৎসা সেবা পাওয়া দুরহ হয়ে পরে। সেজন্য আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর পক্ষ থেকে তাদের জন্য বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়।সারাদিন ব্যাপি সকাল ৯টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত মোট ৮৫৭ জনকে চিকিৎসা সেবা প্রদান করা হয়।সেবাপ্রাপ্তদের মধ্যে ৪০৮ জন পুরুষ ও ৩৬৪ জন নারী রয়েছে।
তিনি আরো বলেন, সিভিল সার্জন কার্যালয়ের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে এ চিকিৎসা সেবা প্রদানের কার্যক্রম গ্রহণ করা হয়।এমন কাজে আমরা অনেক সাড়া পেয়েছি।আশা করছি এর মাধ্যমে সাধারণ মানুষের সাথে আমাদের আনসার-ভিডিপি সদস্যরাও উপকৃত হয়েছেন।অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, জনপ্রতিনিধি, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,নানা শ্রেণী পেশার মানুষ, আনসার ভিডিপি সদস্য-সদস্যা ,সুবিধাভোগী সাধারণ মানুষ, রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।