ধোবাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময়

ধোবাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসারের মত বিনিময়

BMTV Desk No Comments

ইস্রাফিল হোসাইন পাপ্পুঃ-  ময়মনসিংহের ধোবাউড়ায় নবাগত উপজেলা নির্বাহী অফিসার নিশাত শারমিন উপজেলার জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যাক্তিবর্গ, উপজেলা পর্যায়ে কর্মকর্তাবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাগণ, সাংবাদিকবৃন্দ, সুশীল সমাজ শিক্ষা প্রতিষ্টান প্রধানগণ এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সোমবার দুপুরে উপজেলা পরিষদ হলরুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। আয়োজিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ডেভিড রানা চিসিম, উপজেলা আওয়ামীলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোজাম্মেল হোসাইন, সাধারণ সম্পাদক প্রিয়তোষ বিশ্বাস বাবুল, সহ-সভাপতি আঃ মোতালেব আকন্দ, মহিলা কলেজের অধ্যক্ষ হেলাল উদ্দিন, অফিসার ইনচার্জ টিপু সুলতান, ট্রাইবাল ওয়েলফার এসোসিয়েশন চেয়ারম্যান এডুওয়ার্ড নাফাক প্রমুখ।