ইন্টারনেটে ঘটিত অপরাধ সম্পর্কে নারীদের সজাগ করা নৈতিক দায়িত্ব-ড. নমিতা হালদার

image

You must need to login..!

Description

আঃ খালেক পিভিএম,পাবনা।।  পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. নমিতা হালদার বলেছেন, ইন্টারনেটের মাধ্যমে নারী ঘঠিত অপরাধ সম্পর্কে সব বয়সের নারীদের সজাগ করা আমাদের নৈতিক দায়িত্ব।বিশেষ করে সাইবার অপরাধ সম্পর্কে নারীদের সচেতনতা বৃদ্ধি ও তাদের করণীয় সম্পর্কে অবগত থাকতে হবে।
গতকাল বগুড়ার টিএমএসএসের ফাইভস্টার হোটেল মমইনে,টিএমএসএস কর্তৃক আয়োজিত আন্তর্জাতিক নারী দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।প্রধান অতিথি আরো বলেন,নারীদের নিয়ে কাজ করার জন্যই টিএমএসএসের যাত্রা শুরু।এ সংস্থা দক্ষতা ও সফলতার সাথে দেশের নারীদের এগিয়ে নিয়ে যাচ্ছে।তিনি টিএমএসএসের নারী উন্নয়নের সামগ্রিক কর্মকান্ডের জন্য পিকেএসএফ সংস্থার সাথে আছে ও ভবিষ্যতেও থাকার পাশাপাশি এসডিজি অর্জনে সবাইকে একতাবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।উত্তর জনপদের কৃতি সন্তান দেশের সমাজ পরিবর্তন ও নারী উন্নয়নের অগ্রদূত দেশের শীর্ষ স্থানীয় ও জাতীয় পর্যায়ের এনজিও টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন কৃষিবিদ ড.মোঃ আজিজুল হক,টিএমএসএস উপদেষ্টা তপন কুমার নাথ,বগুড়ার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আফসানা ইয়াসমিন,পুলিশ পরিদর্শক খোরশেদা বানু কণা, টিএমএসএস উপ-নির্বাহী পরিচালক-১ আব্দুল কাদের,উপনির্বাহী পরিচালক-২ রোটারিয়ান ডাঃ মতিউর রহমান, টিএমএসএসের পরিচালক প্রশাসন শাহজাদী বেগম ও সেক্টর প্রধান ফয়জুন নাহার প্রমুখ।অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন টিএমএসএসের সেক্টর প্রধান উপ-নির্বাহী পরিচালক-৩ মোঃ সোহরাব আলী খান।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন টিএমএসএসের প্রতিষ্ঠাতা নির্বাহী পরিচালক অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম।তিনি উপস্থিত সবাইকে শুভেচ্ছা ও শুভকামনা জানান।তিনি বলেন টিএমএসএস সারা দেশ ব্যাপী নারীদের উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকান্ড পরিচালনা করার পাশাপাশি বিভিন্ন জাতীয় দিবসগুলি জাঁকজমকপূর্ণভাবে পালন করে থাকে।তিনি আরো বলেন টিএমএসএস লাভের আশায় নহে,সেবার মানসিকতা নিয়ে কার্যক্রম পরিচালনা করছে।পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ডক্টর নমিতা হালদার টিএমএসএসের সামগ্রিক কর্মকান্ড পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করায় টিএমএসএসের পক্ষ থেকে অধ্যাপিকা ড.হোসনে আরা বেগম তাঁর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও ধন্যবাদ জানান। অনুষ্ঠানে বিভিন্ন এলাকা থেকে আগত কিশোর,কিশোরী ক্লাব ও টিএমএসএস অটিজম স্কুলের শিক্ষার্থীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড.নমিতা হালদার টিএমএসএস পরিচালিত বিভিন্ন সামাজিক,মানবিক,শিক্ষা প্রতিষ্ঠান,হাসপাতাল,মেডিকেল কলেজ পরিদর্শন ও মাঠ পর্যায়ে পরিচালিত কৃষি প্রকল্প দেখে ও কৃষকদের সাথে মতবিনিময় করে সন্তোষ প্রকাশ করেন।বিভিন্ন বিভাগে নিজ নিজ দক্ষতায় সাফল্য অর্জনকারী কয়েক জন নারী উদ্যোক্তাদের মধ্যে সম্মাননা ক্রেস্ট তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি পিকেএসএফের ব্যবস্থাপনা পরিচালক ড.নমিতা হালদার।অনুষ্ঠানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা,টিএমএসএসের পরামর্শক,হেম সেক্টরের উপদেষ্টা আয়শা বেগম,হেম অপারেশান এন্ড আই টি পরিচালক মোঃ মাহাবুবর ররহমান,উপদেষ্টামন্ডলীর সদস্য,বিভিন্ন পর্যায়ের এনজিও কর্মকর্তা,নির্বাহী পরিচালকের একান্ত সচিব মোঃ ফেরদৌস রহমান,নানা শ্রেণি পেশার প্রতিনিধি,এনজিও কর্মী,রাজনৈতিক নেতৃবৃন্দ,ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার প্রতিনিধি উপস্থিত ছিলেন।

প্রধান সম্পাদকঃ
মতিউল আলম

সম্পাদক ও প্রকাশকঃ
মাকসুদা আক্তার