পাবনা প্রতিনিধিঃ পাবনা জেলার সদর উপজেলার,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান ১৪ মার্চ পাবনার দুবলিয়া ফজিলাতুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয় আকস্মিক পরিদর্শন করেন।পরিদর্শন কালে তিনি বিদ্যালয়ের সকল শ্রেণীর শিক্ষার্থীদের সাথে পৃথক পৃথক ভাবে নতুন শিক্ষা কারিকুলাম ও শিক্ষার মানোন্নয়ন বিষয় নিয়ে আলোচনা ও মতবিনিময় করেন।শ্রেণী কক্ষে শিক্ষার্থীরা শিক্ষা কর্মকর্তার বিভিন্ন প্রশ্নের উত্তর দেয়।তিনি শিক্ষার্থীদের প্রশ্নের জবাবে সন্তোষ প্রকাশ করার পাশাপাশি শিক্ষার্থীদের উৎসাহ প্রদানের জন্য তার পক্ষ থেকে সহযোগিতার আশ্বাস দেন।পরে এ উপলক্ষ্যে বিদ্যালয়ের শিক্ষকদের সাথে শিক্ষার মান উন্নয়ন বিষয়ক ও এলাকায় নারী শিক্ষা সম্প্রসারন নিয়ে আলোচনা করেন।আলোচনার শুরুতে তিনি তাঁর পক্ষ থেকে সকল শিক্ষকবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে সততা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের আহবান জানান।তিনি বিদ্যালয়ের শিক্ষার্থী অভিভাবকদের সাথে নিয়মিত আলোচনা ও মতবিনিময় সভা করার জন্য শিক্ষকদের পরামর্শ দেন।তিনি বলেন অভিভাবকদের সাথে নিয়মিত আলোচনা ও মতবিনিময় সভা করলে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ উন্নত হবে ও শিক্ষার্থী সংখ্যা বৃদ্ধি পাবে।আলোচনা সভায় বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু, ধর্মীয় শিক্ষক আলহাজ্ব মীর্জা বখতিয়ার উদ্দিন, সিনিয়র শিক্ষক শফিউল আলম, মোঃ রেজাউল করিম, মোঃ ইমরান আলী সরকার, মোঃ রফিকুল ইসলাম, আলমগীর হোসেন, রত্নারানী অধিকারী, শাহানাজ পারভিন, শিক্ষক ও আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক পরিচালক,টিএমএসএস ইনফরমেশন ইনটেলিজেন্ট এজেন্ট আব্দুল খালেক পিভিএম প্রমুখ।পরে শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান ফজিলাতুন্নেছানেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের কারিগরি শাখার শিক্ষকদের সাথেও আলোচনা করেন।এ সময় কারিগরি শাখার শিক্ষক মোঃ শাহিন আলী,অজিত কুমার,মোঃ সাব্বির রহমান ও মোঃ ফজলুল হক বিশ্বাস উপস্থিত ছিলেন।শিক্ষা অফিসার মোঃ হাফিজুর রহমান বিদ্যালয়ে আকস্মিক পরিদর্শন করায় তাঁকে প্রতিষ্ঠানের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানান বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছানাউল্লা খান রাজু ও অন্যান্য শিক্ষকবৃন্দ।