ইস্রাফিল হোসাইন পাপ্পু, ধোবাউড়া ময়মনসিংহের ধোবাউড়া থানা পুলিশের উদ্যোগে ১০ বোতল ভারতীয় মদ সহ ২ জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার বিকেলে তাদের ময়মনসিংহ বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। ধোবাউড়া থানা পুলিশ সূত্রে জানা যায়, ধোবাউড়া উপজেলা পুড়াকান্দুলিয়া ইউনিয়নের দুধনই এলাকা থেকে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে ধোবাউড়া থানার এ এস আই মাসুদ, মনিরুল ইসলাম, শহিদুল ইসলাম, কনস্টেবল সমর সহ সংগীয় ফোর্স রাতে অভিযান চালিয়ে তাদের মাদক সহ করে। মাদকের বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে বলে জানান ধোবাউড়া থানার অফিসার ইনচার্জ টিপু সুলতান।