এনায়েতুর রহমান,ফুলবাড়ীয়া থেকে : গতকাল মঙ্গলবার উপজেলার কুশমাইল ইউনিয়নে বাল্য বিবাহ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক আলোচনা সভায় ধর্মিয় নেতা, ইমাম, পৌরোহিত,খ্রিস্টান ধর্মযাজকদের নিয়ে বাল্যবিবাহ নিরসনে একত্রে কাজ করার আহবান জানান, ওয়ার্ল্ড ভিশনের পক্ষে বলেন,মোঃ দরাজ আলি, মার্কেট ডেভেলপমেন্ট ফ্যাসিলিটেটর, ফুলবাড়ীয়া এপি। সভায় বাল্যবিবাহের কুফল সম্পর্কে আলোচনা করা হয়। শিশু কল্যাণ নিয়ে ধর্মীয় নেতাদের করণীয় সম্পর্কে আলোচনা হয় ৷ আলোচনা সভায় সভাপতিত্ব করেন, আবেদ আলী ইসলামি ফাউন্ডেশন ও ধর্মীয় নেতা।অনুষ্ঠানে বক্তব্য রাখেন, আঃ কাদের জিলানী, শাহ আলি, তপন চন্দ্র লাহেড়ি,পরশ বিশ্বাস প্রমুখ।অনুষ্ঠানটি আয়োজন করেন,কুশমাইল ইউনিয়ন ধর্মিয় নেতাগন সহযোগিতায়, ফুলবাড়ীয়া এপি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ।