আঃ খালেক পিভিএম,পাবনা।। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর রংপুর রেঞ্জের, রেঞ্জ কমান্ডার মোঃ আব্দুস সামাদ,বিভিএম,পিভিএমএস বলেছেন,আনসার ভিডিপি কে উন্নত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার অগ্রসৈনিক হতে হবে।তিনি ১৪ মার্চ রংপুর জেলার মাহিগঞ্জের প্রশিক্ষণ কেন্দ্রে রংপুর জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী কর্তৃক পরিচালিত ২১ দিন মেয়াদী ভিডিপি সশস্ত্র মৌলিক প্রশিক্ষণের প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে উপর্যুক্ত কথাগুলি বলেন।তিনি প্রশিক্ষণার্থীদেরকে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা, অপরাধমুক্ত বাংলাদেশ গঠন, সরকারের ভীশন-৪১ ও ডেল্টা পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে উন্নত স্বপ্নের সোনার বাংলাদেশ গড়ার যোগ্য, দক্ষ, নিবেদিত, নেতৃস্থানীয় ও রেজিমেন্টেড অগ্রসৈনিক হয়ে গড়ে উঠার উদাত্ত আহবান জানান।তিনি এসডিজি অর্জন,দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখা, উন্নয়নকামী সরকারকে স্থিতিশীল রাখা ও আগামী জাতীয় সংসদ নির্বাচনসহ অন্য জাতীয় গুরত্বপূর্ণ কাজে গঠনমূলক,জোড়ালো ও সজাগ দায়িত্ব পালনের মাধ্যমে উন্নয়ের ধারা অব্যাহত রাখার জন্যও তাদেরকে অনুপ্রাণিত করেন।এসময় রংপুর জেলার সিভিল সার্জন ডাঃ জাহাঙ্গীর কবির,আনসার ও ভিডিপির রংপুর সার্কেল অ্যাডজুট্যান্ট রাসেল আহমেদ,উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা,গঙ্গাচড়া,রংপুর রেজকেকুজ্জামান,উপজেলা প্রমিক্ষক,আনসার ও ভিডিপি,সদর,রংপুর মনিরুজ্জামান,ব্যাটালিয়ন আনসারের প্রশিক্ষকবৃন্দ ও জেলার আটটি উপজেলার ৫০ জন প্রসিক্ষণার্থী উপস্থিত ছিলেন।